E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আশার আলো দেখিয়েছে ‘লিপস্টিক আন্ডার মাই বোরকা’

২০১৭ জুলাই ২৪ ১১:১৭:৫০
আশার আলো দেখিয়েছে ‘লিপস্টিক আন্ডার মাই বোরকা’


বিনোদন ডেস্ক : বহুল বিতর্কিত বলিউড সিনেমা ‘লিপস্টিক আন্ডার মাই বোরকা’। ধারাবাহিকভাবে যৌনদৃশ্য, আপত্তিকর শব্দ, অডিও পর্নোগ্রাফি ব্যবহার এবং কিছু দৃশ্য সমাজের বিশেষ একটি অংশের জন্য স্পর্শকাতর- এই অভিযোগে সিনেমাটি নিষিদ্ধ করেছিল ভারতীয় সেন্সর বোর্ড। যদিও পরবর্তীতে তারা সিনেমাটির ছাড়পত্র দেয়। সে সময় এ নিয়ে জলঘোলা কম হয়নি।

গত ২১ জুলাই ৪০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৪ কোটি রুপি। স্বল্প বাজেটের এ সিনেমা মুক্তির পর বক্স অফিসে আশার আলো দেখিয়েছে। মুক্তির পর প্রথম দিন সিনেমাটি আয় করেছে ১.২২ কোটি রুপি। যা খুবই চমকপ্রদ বলে মনে করছে সংশ্লিষ্টজন।

বক্স অফিস বিশেষজ্ঞ তরুণ জানিয়েছেন, শুক্রবার সিনেমাটি আয় করেছে ১.২২ কোটি রুপি। দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার আয় করেছে ২.১৭ কোটি রুপি। ‘লিপস্টিক আন্ডার মাই বোরকা’ এ পর্যন্ত মোট আয় করেছে, ৩.৩৯ কোটি রুপি।

সিনেমাটি যেসব প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সেখানকার প্রতিটি শোয়ে ৬০ শতাংশ টিকিট বিক্রি হচ্ছে বলে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।

চারজন ভিন্ন বয়সের নারীকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমাটির গল্প। তারা ভারতের একটি ছোট শহরে ভিন্নভাবে নিজেদের স্বাধীনতা খুঁজে ফেরে। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কঙ্কনা সেন শর্মা, রত্মা পাঠক শাহ প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন অলংকৃতা শ্রীবাস্তব।

(ওএস/এএস/জুলাই ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test