E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৯০তম অস্কারের জন্য বাংলাদেশি ছবি আহ্বান

২০১৭ সেপ্টেম্বর ১৪ ১৪:১৭:২৮
৯০তম অস্কারের জন্য বাংলাদেশি ছবি আহ্বান

বিনোদন ডেস্ক : প্রতিবছরের মতো আবারো অনুষ্ঠিত হতে যাচ্ছে ৯০তম অস্কার প্রদান অনুষ্ঠান। আসরে বিদেশি ভাষা প্রতিযোগিতা বিভাগে মনোনয়নের জন্য বাংলাদেশের ছবি আহ্বান করা হয়েছে।

মনোনয়নের জন্য জমা পড়া ছবিগুলো থেকে সেরা ছবি বাছাই করে মূল প্রতিযোগিতায় পাঠানো হবে। ছবি বাছাইয়ের জন্য বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের উদ্যোগে চলচ্চিত্র ব্যক্তিত্ব হাবিবুর রহমান খানকে চেয়ারম্যান করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

১ অক্টোবর ২০১৬ এর পর মুক্তি পাওয়া বাংলাদেশের প্রেক্ষাগৃহে ধারাবাহিকভাবে ৭ দিন প্রদর্শিত ইংরেজি সাবটাইটেলসহ যেকোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে।

এই বাছাই প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আগ্রহী চলচ্চিত্র প্রযোজকদের হাসান হোল্ডিং, ৯ম তলা, ৫২/১ নিউস্কাটন, ঢাকা ১২১৭ থেকে ছবি জমার ফরম ও বিস্তারিত নিয়মাবলী সংগ্রহ করে আগামী ২০ সেপ্টেম্বর, বেলা ৫টার মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test