E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিসিবির এজিএমের বৈধতার বিষয়ে আদেশ কাল

২০১৭ সেপ্টেম্বর ২৫ ১৩:৪৭:১৬
বিসিবির এজিএমের বৈধতার বিষয়ে আদেশ কাল

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিটের বিষয়ে শুনানি শেষ হয়েছে।

শুনানি শেষে আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্যকরেছেন আদালত।

সোমবার বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত বেঞ্চ আদেশের জন্য এ সময় নির্ধারণ করেন।

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী। অন্যদিকে বিসিবির পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহুববে আলম।

বিসিবির এজিএমের বৈধতা চ্যালেঞ্জ করে রোববার দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বিসিবির সাবেক পরিচালক মোবাশ্বের হোসেনের পক্ষে রিটটি দায়ের করেন ব্যারিস্টার শফিক মাহবুব।

এর আগে বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) বন্ধ চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) গত ১৭ সেপ্টেম্বর লিগ্যাল নোটিশ পাঠান স্থপতি মোবাশ্বের হোসেন।

গঠনতন্ত্র পরিবর্তন না করেই নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে এজিএম ও ইজিএমের উদ্যোগ নেয়ায় নোটিশটি পাঠানো হয়।

মোবাশ্বের হোসেনের দাবি, রায় অনুযায়ী বিসিবির বর্তমান পরিচালনা পরিষদের কোনো বৈধতা নেই সাধারণ সভা ঘোষণা করার। তারপরও তা করায় সাধারণ সভা ও বিশেষ সভাসহ বোর্ডের সব কার্যক্রম বন্ধের জন্য বিসিবি, এনএসসি সভাপতিসহ সাত ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বরাবর তিনি এই নোটিশ পাঠান।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test