E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জঙ্গি অর্থায়ন : ৩ দিনের রিমান্ডে ১১ জন

২০১৭ সেপ্টেম্বর ২৫ ১৩:৫২:৩৪
জঙ্গি অর্থায়ন : ৩ দিনের রিমান্ডে ১১ জন

স্টাফ রিপোর্টার : জঙ্গি অর্থায়নে জড়িত থাকার অভিযোগে রাজধানী থেকে গ্রেফতার ১১ জনকে তিনদিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী শুনানি শেষে এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এরআগে রবিবার তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সন্ত্রাসবিরোধী আইনে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন রুপনগর থানার তদন্ত কর্মকর্তা আখতারুজ্জামান ইলিয়াস। পরে আদালত শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন।

গত শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতারকৃতরা হলেন- আল মামুন (২০), আল-আমিন (২৩), ফয়সাল ওরফে তুহিন (৩৭), মঈন খান (৩৩), আমজাদ হোসেন (৩৪), মো. নাহিদ (৩০), মো. তাজুল ইসলাম ওরফে শাকিল (২৭), মো. জাহেদুল্লাহ (২৯), আল আমিন (২৩), টনি নাথ (৪০) এবং মো. হেলাল উদ্দিন (২৭)। গ্রেফতারকালে তাদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল ফোন ও কিছু নথিপত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test