E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘প্রধান বিচারপতির ছুটি নজিরবিহীন ঘটনা’

২০১৭ অক্টোবর ০৩ ১৪:১৬:৫৩
‘প্রধান বিচারপতির ছুটি নজিরবিহীন ঘটনা’

স্টাফ রিপোর্টার : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, চাপ প্রয়োগের মাধ্যমে প্রধান বিচারপতিকে ছুটিতে যেতে বাধ্য করা হয়েছে। এটা নজিরবিহীন ঘটনা। এ বিষয়ে আলোচনার জন্য মঙ্গলবার বিকেল ৩টায় জ্যেষ্ঠ আইনজীবীদের নিয়ে পুনরায় বৈঠক করবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির বিশেষ সভা শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনও উপস্থিত ছিলেন। সভায় কমিটির ১৪ সদস্যের মধ্যে ১৩ জন যোগ দেন।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, গতকাল (সোমবার) আমরা প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু তিনি সকালে এসে আমাদের সঙ্গে দেখা না করেই ছুটির দরখাস্ত দিয়ে দুপুর ১টার সময় আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন। অথচ এর আগে তিনি চিঠি দিয়ে বলেছিলেন, আদালত খোলার দিন আমাদের সঙ্গে মতবিনিময় করবেন।

তিনি বলেন, অতীতের রেকর্ড বলে কোনো প্রধান বিচারপতি দাওয়াত দিয়ে এভাবে ছুটি নিয়ে চলে যাননি। এর আগে সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম এভাবে দাওয়াত দিয়েছিলেন। অসুস্থ হওয়ায় তিনি হুইল চেয়ারে এসে আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

‘দেশ জানে, জাতি জানে, সারা পৃথিবী জানে একটি রায়ের পর সরকার প্রধান বিচারপতির ওপর চাপ প্রয়োগ করে যাচ্ছে। যাতে তিনি পদত্যাগ করেন। তিনি ছুটিতে যাননি, ছুটিতে যেতে তাকে বাধ্য করা হয়েছে। এজন্য তার সঙ্গে দেখা করে জানার অধিকার রয়েছে আমাদের। এ বিষয়ে আমরা কী কী পদক্ষেপ নিতে পারি এজন্য বিকাল ৩টায় সিনিয়র আইনজীবীদের সঙ্গে বৈঠক করব।’

এর আগে সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, আপনারা জানেন সোমবার হঠাৎ করে প্রধান বিচারপতি ছুটি নেয়ায় দেশব্যাপী আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটি জরুরি সভা হয়েছে।

(ওএস/এসপি/অক্টোবর ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test