E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দ্রুত বিচার: আলালসহ ৪৩ জনের বিরুদ্ধে চার্জ গঠন

২০১৪ জুন ৩০ ১৬:৪৫:৫৭
দ্রুত বিচার: আলালসহ ৪৩ জনের বিরুদ্ধে চার্জ গঠন

স্টাফ রিপোর্টার : দ্রুত বিচার আইনের একটি মামলায় যুবদল সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ ৪৩ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত।

সোমবার মহানগর ম্যাজিস্ট্রেট তারেক মইনুল ইসলাম ভুইয়া চার্জ গঠনের ওই আদেশ দেন।

পণ্টন থানার ওই মামলায় চার্জগঠিত হওয়া অপর আসামিরা হলেন, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারি হেলাল, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নীরব, ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভুইয়া, ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাছির, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি ইসহাক সরকার, সাধারণ সম্পাদক খন্দকার এনামুল হক, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি আবুল মনসুর খান দীপক, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রওশন, ঢাকা মহানগর যুবদলের সেক্রেটারি রফিকুল ইসলাম মজনু, হামিদুর রহমান হামিদ, আনন্দ শাহ বাকী বিল্লাহ, মামুন হাসান, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন সরদার, মহিদুল ইসলাম হিরু, আনভীর আদিল খান বাবু, এস এম জিলানী, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, লোকমান হোসেন ফকির, রাজিব আহসান, বজলুল করিম চৌধুরী আবেদ, আবুল কালাম, আ. আজিজ, তারাপদ সরকার, উজ্জ্বল হোসেন, মোখলেছুর রহমান, রবি ঢালী নজরুল ইসলাম কাজী, জাকির হোসেন, অলিউর রহমান, আব্দুল আলীম রাসেল, ফজলুর রহমান, আনোয়ার হোসেন ইলিয়াস, সাদেক হোসেন, জাবেদ, সোহাগ ভুইয়া, আব্দুল মতিন গাজী, জয়নাল আবেদীন, মো. মোশারফ হোসেন, কাজী রহমান মানিক ও সজল।

মামলায় অভিযোগ বলা হয়, ২০১২ সালের ২ অক্টোবর আসামিরা বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের সময় গাড়িতে আগুন, যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, পুলিশের কর্তব্যকাজে বাধার অভিযোগে মামলাটি দায়ের করে পুলিশ।

মামলাটিতে ২০১২ সালের ১৪ অক্টোবর পল্টন থানার ওসি (তদন্ত) মুহম্মাদ আলমগীর ভুঁইয়া চার্জশিট দাখিল করেন।

(ওএস/এটিআর/জুন ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test