E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ষোড়শ সংশোধনীর রিভিউ নিয়ে বৈঠকে আইনমন্ত্রী

২০১৭ নভেম্বর ০৪ ১৩:৪৭:১৪
ষোড়শ সংশোধনীর রিভিউ নিয়ে বৈঠকে আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার : সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতাসংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেয়া রায়ের বিরুদ্ধে রিভিউয়ের বিষয়ে আইনগত পরামর্শের জন্য বৈঠকে বসেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার বেলা ১২টার দিকে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত আছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমসহ রাষ্ট্রের আইন কর্মকর্তারা।

বৈঠক সূত্রে জানা গেছে, তারা রিভিউয়ের আইনগত দিকে নিয়ে আলোচনা করবেন এবং কতোদিনের মধ্যে রিভিউ করা হবে তা ঠিক করা হবে।

বৈঠকে উপস্থিত আছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজউদ্দিন ফকির ও মুরাদ রেজা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু, একরামুল হক টুটুল, সরদার রাশেদ, খন্দকার দিলিরুজ্জামান ও মাসুদ হাসান পরাগ এবং সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।

(ওএস/এসপি/নভেম্বর ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test