E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৪৩ বিচারকের গোপনীয় প্রতিবেদন চেয়েছেন সুপ্রিম কোর্ট

২০১৭ নভেম্বর ২১ ১৩:৫১:১৭
৪৩ বিচারকের গোপনীয় প্রতিবেদন চেয়েছেন সুপ্রিম কোর্ট

স্টাফ রিপোর্টার : ৪৩ অতিরিক্ত জেলা জজের বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) চেয়েছেন সুপ্রিম কোর্ট। নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে তা সুপ্রিম কোর্টে পাঠাতে বলা হয়েছে। অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ পদে পদোন্নতির প্যানেল তৈরির জন্য সংশ্লিষ্টদের এসিআর চাওয়া হয়েছে।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আখতারুজ্জামান ভুইয়ার স্বাক্ষরের পর সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

যাদের এসিআর চাওয়া হয়েছে তারা হলেন- আইন মন্ত্রণালয়ে সংযুক্ত কাজী এএম জয়নাল আবেদীন, সৈয়দ হুমায়ুন আজাদ, ঢাকার ২ নম্বর সেটেলমেন্ট কোর্টের সদস্য মঞ্জুরুল হক খান, খুলনার অতিরিক্ত জেলা জজ টি এম মুসা, মানিকগঞ্জের মুখ্য বিচারিক হাকিম বেগম শারমিন নিগার, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা জজ এবিএম মাহমুদুল হক, ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম মো. আবু শামীম আজাদ, নরসিংদী মুখ্য বিচারিক হাকিম বেগম শামীমা আফরোজ, ফেনীর অতিরিক্ত জেলা জজ মোহাম্মদ আসাদুজ্জামান খান, কুষ্টিয়ার মুখ্য বিচারিক হাকিম বেগম মাহমুদা খাতুন, মেহেরপুরের অতিরিক্ত জেলা জজ মো. নুরুল ইসলাম, জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক মো. শরীফ উদ্দিন, মুন্সিগঞ্জের মুখ্য বিচারিক হাকিম মো. বদরুল আলম ভুঞা, নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. মহসিনুল হক, যশোরের মুখ্য বিচারিক হাকিম মো. রফিকুল ইসলাম, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক মো. হাসানুল ইসলাম, নওগাঁর মুখ্য বিচারিক হাকিম এসএম নাসিম রেজা, আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার বিন আজিজ, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা জজ মো. মঈন উদ্দীন, টাঙ্গাইলের মুখ্য বিচারিক হাকিম বেগম খালেদা ইয়াসমিন, ময়মনসিংহের মুখ্য বিচারিক হাকিম ফজলে খোদা মো. নাজির, ঢাকার অতিরিক্ত জেলা জজ মো. মিজানুর রহমান, খুলনার অতিরিক্ত জেলা জজ মোসাম্মৎ দিলরুবা সুলতানা, চট্টগ্রামের অতিরিক্ত জেলা জজ মো. আল-মামুন, আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার শেখ নাজমুল আলম, ঝিনাইদহের মুখ্য বিচারিক হাকিম মো. জাকির হোসেন, সিরাজগঞ্জের মুখ্য বিচারিক হাকিম মো. আবদুল্লাহ আল মামুন, বান্দবানের মুখ্য বিচারিক হাকিম মোহা. সিরাজুদ্দৌলাহ কুতুবী, সিলেটের অতিরিক্ত জেলা জজ এএইচএম মাহমুদুর রহমান ও মো. আবদুল হালিম, ময়মনসিংহের অতিরিক্ত জেলা জজ মোহাম্মদ জহিরুল কবির, চাপাইনবাবগঞ্জের মুখ্য বিচারিক হাকিম মো. আদীব আলী, পাবনার অতিরিক্ত জেলা জজ মো. এমরান হোসেন চৌধুরী, আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসচিব মো. রবিউজ্জামান, ভোলার অতিরিক্ত জেলা জজ একেএম এনামুল করিম, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা জজ প্রণয় কুমার দাস, বাগেরহাটের অতিরিক্ত জেলা জজ মো. হাফিজুর রহমান, হবিগঞ্জের অতিরিক্ত জেলা জজ বেগম মাফরোজা পারভীন, নরসিংদী অতিরিক্ত জেলা জজ একেএম মোজাম্মেল হক চৌধুরী, রাজশাহীর মুখ্য বিচারিক হাকিম অনুপ কুমার, জয়পুরহাটের মুখ্য বিচারিক হাকিম মোসাম্মৎ ইসমত আরা, মাদারীপুরের মুখ্য বিচারিক হাকিম জাকির হোসেন এবং রংপুরের অতিরিক্ত জেলা জজ আবু জাফর মো. কামরুজ্জামান।

(ওএস/এসপি/নভেম্বর ২১, ২০১৭)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test