E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডিএনসিসি উপনির্বাচন : আপিলের পরবর্তী শুনানি ২২ ফেব্রুয়ারি

২০১৮ ফেব্রুয়ারি ০৮ ১২:২২:৫৯
ডিএনসিসি উপনির্বাচন : আপিলের পরবর্তী শুনানি ২২ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচন ও সম্প্রসারিত অংশের কাউন্সিলর নির্বাচনের তফসিল স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনের (ইসির) করা লিভ টু আপিলের শুনানি দুই সপ্তাহ পিছিয়েছে। এ বিষয়ে আগামী ২২ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ শুনানির জন্য নতুন এ দিন ধার্য করেন। আদালতে আজ রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী কামরুল হক সিদ্দিক এবং ইসির পক্ষে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল ও তৌহিদুল ইসলাম।

গত (১ ফেব্রুয়ারি) হাইকোর্টের দেয়া স্থগিতাদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন ইসির আইনজীবী। ওইদিন সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় পৃথক দুটি লিভ টু আপিল করা হয়।

গত ১৭ জানুয়ারি আলাদা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনের তফসিলের কার্যকারিতা ৬ মাসের জন্য স্থগিত করেন। একইসঙ্গে, ওই নির্বাচনের জন্য ইসির ঘোষিত তফসিল কেন ‘আইনগত কর্তৃত্ববহির্ভূত’ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

এর আগে, ডিএনসিসির মেয়রের শূন্য পদে উপ-নির্বাচনের ঘোষিত তফসিলের স্থগিত চেয়ে হাইকোর্টে পৃথক দুটি রিট দায়ের করেন রাজধানীর উত্তরের বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও ভাটারা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান।

প্রসঙ্গত, গত বছরের ৩০ নভেম্বর মেয়র আনিসুল হকের আকস্মিক মৃত্যুর পর ডিএনসিসির মেয়র পদে উপ-নির্বাচনের জন্য চলতি বছরের ৯ জানুয়ারি তফসিল ঘোষণা করে ইসি। একই সঙ্গে ওইদিন ডিএসসিসির নতুন সংযোজিত ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনেরও তফসিল ঘোষণা করা হয়। একই সময়ে ঢাকার দুই সিটি কর্পোরেশনের ছয়টি করে ১২টি সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন করার কথা বলা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী ২৬ ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা ছিল।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test