E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিনা বিচারে ৭ বছর 

১৩৯ জনের মামলা নিষ্পত্তির নির্দেশ

২০১৮ ফেব্রুয়ারি ১৯ ১৩:১৪:১৩
১৩৯ জনের মামলা নিষ্পত্তির নির্দেশ

স্টাফ রিপোর্টার : দেশের ৬৮টি কারাগারে মামলা নিষ্পত্তি না হওয়ার কারণে ৭ বছরের বেশি সময় ধরে আটক ১৩৯ জনের বিচার আগামী ৩১ আগস্টের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক আবেদনের শুনানি শেষে বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন।

আদেশে ওই ১৩৯ জনের বিচার ৩১ আগস্টের মধ্যে শেষ করে এ সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করতে বলা হয়েছে।

এ ছাড়াও তাদের বিষয়ে বিচারকালীন মামলার সাক্ষীদের আদালতে উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। এ ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি হলে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। আদেশে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে এক্ষেত্রে সহায়তা করতে বলা হয়েছে।

উল্লেখ্য, বিভিন্ন কারাগারে বিনা বিচারে আটক ১৩৯ জনের বিষয়ে সুপ্রিমকোর্ট লিগ্যাল এইডের এক আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট আজ এ আদেশ দেন। আদালতের আদেশের পর লিগ্যাল এইডের আইনজীবী কুমার দেবুল দে সাংবাদিকদেরকে এসব তথ্য জানান।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test