E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আলোচনার পর আপিলের সিদ্ধান্ত নেবে দুদক

২০১৮ ফেব্রুয়ারি ২০ ১৭:৩৫:৩০
আলোচনার পর আপিলের সিদ্ধান্ত নেবে দুদক

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাড়ানোর জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) আলাপ-আলোচনার পর আপিলের সিদ্ধান্ত নেবে। দুদকের আইনজীবী খুরশীদ আলম এ কথা জানিয়েছেন।

খালেদা জিয়ার আপিলের পর তার সাজা বাড়িয়ে দুদক আপিল করবে কি-না এ প্রশ্নের জবাবে আইনজীবী খুরশীদ আলম এ কথা জানান।

তিনি বলেন, এ সিদ্ধান্ত নেবে দুদক। আজ আপিল শুনানির জন্য আমরা মেনশন করেছিলাম। পরে আপিল শুনানির জন্য আগামী বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিন ধার্য করেছেন আদালত। আমরা রায়ের কপি সোমবার রাত ৯টায় পেয়েছি। এটা পড়ে কমিশন আলোচনার পর সিদ্ধান্ত নেবে।

সোমবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের অনুলিপি পেয়ে মঙ্গলবার দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করেন খালেদার আইনজীবীর। ৬০ পৃষ্ঠার মূল আবেদনের সঙ্গে ১২২৩ পৃষ্ঠার নথিপত্র জমা দেয়া হয়েছে।

আপিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম।

জানা গেছে, বৃহস্পতিবার আপিল শুনানি বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে অনুষ্ঠিত হবে।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২০, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test