E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শুরুর আগেই ডিপ্লোমা পরীক্ষা স্থগিত

২০১৮ এপ্রিল ২৩ ১৭:০৪:১৫
শুরুর আগেই ডিপ্লোমা পরীক্ষা স্থগিত

স্টাফ রিপোর্টার : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৭ সালের ‘গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ডিপ্লোমা কোর্সের’ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা এক মাসের জন্য স্থগিত করে রুল জারি করেছেন হাইকোর্ট। পরীক্ষার সময়সূচি (রুটিন) অনুযায়ী আগামীকাল (২৪ এপ্রিল) থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বগুড়ার এসবি সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজের পক্ষে করা আবেদন শুনানি নিয়ে সোমবার হাইকোর্টের বিচারপতি এফএরএম নাজমুল আহসান ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ সিরাজুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল নুসরাত জাহান ও আবুল কালাম খান।

কলেজের অধ্যক্ষ আল ফারাবি মো. নুরুল ইসলাম জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৭ সালের ‘গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ডিপ্লোমা কোর্সের’ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা ২৪ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা। রুটিন অনুযায়ী পরীক্ষার সময় ঘনিয়ে আসলেও বগুড়ার এসবি সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজের ২৫০ শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ২২ এপ্রিল পর্যন্ত নিবন্ধন ও প্রবেশপত্র দেয়া হয়নি। তাই পরীক্ষা স্থগিত এবং নিবন্ধন ও প্রবেশপত্র দিতে নির্দেশনা দেয়ার হাইকোর্টে আবেদন করা হয়। আবেদন শুনানি করে আদালত এ আদেশ দেন।

তিনি বলেন, ২০০০ সালে বগুড়া এসবি সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ যাত্রা শুরুর পর থেকে ১৫ ব্যাচ পরীক্ষায় অংশ নিয়েছে। কলেজ অনুমোদন থাকা সত্ত্বেও ২০১৭ শিক্ষাবর্ষের হঠাৎ করে জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজের অনলাইন কোড বন্ধ করে দেয়। এতে এ সেশনে ভর্তি হওয়াদের পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়ে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সেই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। হাইকোর্ট ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর রুলসহ একটি আদেশ দেন। আদেশে পরিক্ষার্থীর নিবন্ধন ও প্রবেশপত্র দিয়ে পরীক্ষার সুযোগের নির্দেশ দেন। হাইকোর্টের সেই আবেদনের বিরুদ্ধে জাতীয় বিশ্ববিদ্যালয় আপিল করলেও তা খারিজ হয়ে যায়।

তিনি আরও বলেন, আদালতের নির্দেশের পর জাতীয় বিশ্ববিদ্যালয় ২৫০ শিক্ষার্থীকে পরীক্ষার সুযোগ দেয়ার আশ্বাস দেয়। পূর্ব প্রকাশিত সূচি অনুযায়ী ২৪ এপ্রিল এ কোর্সের চূড়ান্ত পরীক্ষা পরীক্ষা শুরুর হওয়ার কথা ছিল। সেই লক্ষ্যে গত ২১ এপ্রিল শনিবার অন্যান্য কলেজকে নিবন্ধন ও প্রবেশপত্র সরবরাহ করা হলেও ওই কলেজের ২৫০ শিক্ষার্থীকে কোনোকিছুই দেয়া হয়নি।

(ওএস/এসপি/এপ্রিল ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test