E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুদকের মামলায় গ্রেফতার নূর হোসেন 

২০১৮ এপ্রিল ২৫ ১৭:২৭:২১
দুদকের মামলায় গ্রেফতার নূর হোসেন 

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বুধবার (২৫ এপ্রিল) ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার হুই তাকে গ্রেফতার দেখান। এদিন নূর হোসেনকে কাশেমপুর কারাগার থেকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এর আগে ৩ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. শফিউল্লাহ নূর হোসেনকে গ্রেফতার দেখানোর আবেদন করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, নূর হোসেনকে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে নোটিশ করে দুদক। নোটিশের প্রেক্ষিতে নূর হোসেন যে সম্পদ বিবরণী দুদকে জমা দিয়েছিলেন সেখানে দুই কোটি ৮৫ লাখ ৪৭ হাজার ৪৯২ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন। আর তিন কোটি ৩ লাখ ৮৩ হাজার ৮০৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দখল করেছেন। এ ঘটনায় ২০১৬ সালের ১ আগস্ট দুদকের উপ-পরিচালক রাজধানীর রমনা থানায় নূর হোসেনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি বর্তমানে তদন্তধীন।

(ওএস/এসপি/এপ্রিল ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test