E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী আর নেই

২০১৮ আগস্ট ১৮ ১৫:৫১:৪৩
বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী আর নেই

স্টাফ রিপোর্টার : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এরপর মরদেহ সাতক্ষীরায় নিয়ে যাওয়া হবে। সেখানে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ১৯৫০ সালের ৩০ মে সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৫ সালের ডিসেম্বর মাসে মুন্সেফ হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে যোগদান করেন। পরবর্তীতে সাব জজ, ডেপুটি সেক্রেটারি, হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার, জেলা ও দায়রা জজ, হাইকোর্টের রেজিস্ট্রার ছিলেন।

২০০৪ সালের ২৮ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০১৭ সালের ২৯ মে ৬৭ বছর পূর্ণ হওয়ায় তিনি অবসরে যান।

(ওএস/এসপি/আগস্ট ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test