E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় বাচ্চু চেয়ারম্যান হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন

২০১৪ মার্চ ০৬ ১৪:২৮:৩৯
কুষ্টিয়ায় বাচ্চু চেয়ারম্যান হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন

 

 

 

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালী থানার কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিল হোসেন বাচ্চু হত্যা মামলায় তিন ভাইসহ ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে এ মামলার আরও ২৩ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

 

 

 

বুধবার দুপুর ১২টার দিকে খুলনা বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মো. আখতার হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলো, তিন ভাই ইব্রাহিম, হাবিল ও শামীম। অন্যরা হলো- ইসলাম, জিয়া, ডাবলু, সাহেব আলী, জাহাঙ্গীর ওরফে বাবু, আ. রাজ্জাক, আরিফ খান মিটু, মানিক ও মুকুল হোসেন।

প্রসঙ্গত, ২০০৯ সালের ২৬ জুলাই কয়া বাজার এলাকায় বিকেল ৪টায় রেললাইনের পাশে চেয়ারম্যান জামিল হোসেন বাচ্চুকে গুলি করে হত্যা করা হয়। বাচ্চুর ভাই জিয়াউর রহমান বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে কুমারখালী থানায় মামলাটি করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কুমারখালী থানার এসআই নাসিরউদ্দিন তদন্ত শেষে ৩৫ জনের নামে অভিযোগপত্র দেন। পরে মামলাটি দ্রুতবিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। মামলায় ২৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে উপরোক্ত রায় দেয়া হয়। রায় ঘোষণার সময় ২৫ আসামি উপস্থিত ছিলেন। মামলার আরও ১০ আসামি পলাতক রয়েছেন।

(ওএস/এএস/মার্চ ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test