E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পটুয়াখালীর ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৩ মানবতাবিরোধীর আপিল

২০১৮ সেপ্টেম্বর ১২ ১৪:৫৬:০৫
পটুয়াখালীর ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৩ মানবতাবিরোধীর আপিল

স্টাফ রিপোর্টার : মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পটুয়াখালীর তিনজন খালাস চেয়ে আপিল আবেদন করা হয়েছে। আসামীরা হলেন- আব্দুল গনি, মো. আউয়াল ও সোলায়মান মৃধা। বুধবার সকালে তাদের পক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল করেন আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান। আপিলে অ্যাডভোকেট অন রেকর্ড অ্যাডভোকেট জয়নুল আবেদীন তুহিন।

আপিল করার বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী সাত্তার পালোয়ান। তিনি জানান, আপিল ৭৫ পৃষ্ঠার মূল আবেদনের সাথে সর্বমোট ৫৫৬ পৃষ্ঠার নথিপত্র জমা দেয়া হয়েছে।

গত ১৩ আগস্ট পটুয়াখালীর পাচঁজনকে মৃত্যুদণ্ড ঘোষণা করে রায় দেন আন্তর্জাতিক অপরাধে ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ড পাওয়া পাচঁ আসামি হলেন- মো. ইসহাক সিকদার, আব্দুল গনি, মো. আউয়াল, মো. আব্দুস সাত্তার প্যাদা এবং সোলায়মান মৃধা।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ মামলার রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. আমীর হোসেন ও বিচারপতি আবু আহমেদ জমাদার।

আসামিপক্ষের আইনজীবী আব্দুস সাত্তার পলোয়ান জানান, রায় ঘোষণার এক মাসের মধ্যে আপিল করার বিধান রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে। তাই এক মাসের মাথায় এ আপিল দায়ের করেছি।

মুক্তিযুদ্ধের সময় লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, আটক রেখে নির্যাতন, ১৭ জনকে হত্যার ঘটনায় রাষ্ট্রপক্ষের আনা অভিযোগ প্রমাণ হওয়ায় মৃত্যদণ্ডের এ রায় দেয়া হয়। এ ছাড়া পটুয়াখালীর ইটাবাড়িয়া গ্রামের অন্তত ১৫ নারীকে ধর্ষণের ঘটনাতেও একই সাজা দেন ট্রাইব্যুনাল।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১২, ২০১৮)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test