E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিশুর মৃত্যু, ছাত্রীর মুখে মবিল : জড়িতদের খুঁজে বের করার নির্দেশ

২০১৮ অক্টোবর ৩১ ১৭:১৫:১৫
শিশুর মৃত্যু, ছাত্রীর মুখে মবিল : জড়িতদের খুঁজে বের করার নির্দেশ

স্টাফ রিপোর্টার : পরিবহন ধর্মঘট চলাকালে অ্যাম্বুলেন্সে বাধায় শিশুর মৃত্যু ও ছাত্রীদের মুখে পোড়া মবিল মাখানোর মতো অপরাধে যে সব শ্রমিক জড়িত তাদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ বুধবার এ আদেশ দেন।

আদালতে শুনানি করেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যার্টনি জেনারেল মো. মোখলেসুর রহমান।

বিভিন্ন জাতীয় দৈনিক এবং ভিডিও ফুটেজ দেখে জড়িতদের খুঁজে বের করার জন্য পুলিশের আইজিকে এ নির্দেশনা দেয়া হয়। সেই সঙ্গে তাদের বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা ১৫ দিনের মধ্যে জানানোর জন্য পুলিশের আইজিপিকে বলা হয়েছে। এ বিষয়ে আগামী ১৮ নভেম্বর শুনানির দিন ধার্য করা হয়েছে।

প্রসঙ্গত, সংসদে পাস হওয়া ‘সড়ক পরিবহন আইন ২০১৮’-এর কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে ২৮ অক্টোবর সকাল ৬টা থেকে সারাদেশে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট পালন করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

ধর্মঘট চলাকালে সারাদেশে নৈরাজ্য চালায় পরিবহন শ্রমিকরা। সড়কে চলাচলকারী অটোরিকশা, মোটরসাইকেল ও স্কুলগামী বাস থামিয়ে চালককে মারধোর, কানধরে ওঠবসসহ ছাত্রীদের মুখে ও পোশাকে কালো মবিল লাগিয়ে দেয়া হয়। এ ছাড়া মৌলভীবাজারে হাসপাতালে নেয়ার সময় পথে পথে অ্যাম্বুলেন্সে বাধা দেয়ায় সাত দিন বয়সী এক নবজাতক এবং সুনামগঞ্জে দুই দিন বয়সী আরেক নবজাতককে হাসপাতালে নিতে না পারায় বাবার কোলেই মারা যায়।

(ওএস/এসপি/অক্টোবর ৩১, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test