E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রনির জোড়া খুনের মামলায় রায় আজ

২০১৯ জানুয়ারি ৩০ ১২:৪০:৪১
রনির জোড়া খুনের মামলায় রায় আজ

স্টাফ রিপোর্টার : রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় প্রাক্তন সাংসদ পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির রায় আজ ঘোষণা করা হবে।

বুধবার দুপুরে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. মঞ্জুরুল ঈমাম এ রায় ঘোষণা করবেন।

গত ১৫ জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এ তারিখ ঠিক করেন আদালত।

এদিকে রনির ফাঁসি দাবি করে নিহত অটোরিকশা চালক ইয়াকুব আলীর মেয়ে রুনা বলেন, আমি রনির সাজা চাই, আমি ওর ফাঁসি চাই।

এর আগে দু‘দফায় রায় পেছানোয় ক্ষোভ প্রকাশ করে রুনা বলেন, রায় শুনতে আদালতে যায়। কিন্তু রায় হয় না। হয়রানীর শিকার হচ্ছি আমরা। কাজ বাদ দিয়ে আদালতে আসি।

তিনি বলেন, আমার আব্বা মারা যাওয়ার পর আমি যতটা কষ্ট করতেছি, আল্লাহ যেন রনিকে এ বিচার পাওয়ায় দেয়। আল্লাহর কাছে আমি এটাই চাই।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুঁড়লে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এ ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে রমনা থানায় ১৫ এপ্রিল একটি হত্যা মামলা দায়ের করেন।

ওই বছরের ৩০ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে বখতিয়ার আলম রনিকে আটক করে ডিবি পুলিশ। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।

মামলাটিতে ২০১৫ সালের ২১ জুলাই ডিবি পুলিশের এসআই দীপক কুমার দাস রনির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। ২০১৬ সালের ৬ মার্চ মামলাটিতে এ আসামির অব্যাহতির আবেদন নাকচ করে আদালত চার্জগঠন করে বিচার শুরু করেন। মামলাটির বিচারকালে আদালত ৩৭ জন সাক্ষীর মধ্যে ২৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন। ২০১৭ সালের ২৯ অক্টোবর আসামি রনি আত্মপক্ষ শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেন।


(ওএস/অ/জানুয়ারি ৩০, ২০১৯)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test