E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিচারপতিকে অসম্মান : ফেনীর সাবেক জেলা জজকে ৫ হাজার টাকা জরিমানা

২০১৯ ফেব্রুয়ারি ১৩ ১৪:৪৮:০৮
বিচারপতিকে অসম্মান : ফেনীর সাবেক জেলা জজকে ৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : নিয়ম অনুযায়ী প্রটোকল না দিয়ে এক বিচারপতিকে অসম্মান করার দায়ে ফেনীর সাবেক জেলা জজ ফিরোজ আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে তাকে। আদালত অবমাননার অভিযোগে দোষী সাব্যস্ত করে বুধবার তার বিরুদ্ধে এই রায় দিয়েছেন হাইকোর্ট।

একই ঘটনায় ফেনী জেলা জজ আদালতের নাজির ও নায়েবে নাজিরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

একই সঙ্গে বিচারপতিদের সঙ্গে কী রকম আচরণ করতে সে বিষয়ে একটি নীতিমালা তৈরি করার জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছেন আদালত।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাফি আহমেদ।

তিনি জানান, ফেনীর সাবেক জেলা জজের বিরুদ্ধে আদালত অবমাননা সংক্রান্ত মামলায় জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বুধবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের হাইকোর্টে বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test