E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কক্সবাজারের ডিসিকে হাইকোর্টের তলব

২০১৪ জুলাই ২২ ১৭:১৪:১৭
কক্সবাজারের ডিসিকে হাইকোর্টের তলব

স্টাফ রিপোর্টার : আদালতের আদেশ বাস্তবায়ন না করায় কক্সবাজারের জেলা প্রশাসককে তলব করেছে হাইকোর্ট। পরিবেশ আইনবিদ সমিতির করা এক আবেদনে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়। আদেশ অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর এই সরকারি কর্মকর্তাকে আদালতে হাজির হতে হবে। আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ইকবাল কবির লিটন।

তিনি জানান, কক্সবাজার সদরের ঝিলংজা মৌজায় বন বিভাগের ৫১ একর জমি ‘পরিবেশগত সংকটাপন্ন’ এলাকা হিসাবে চিহ্নিত। ২০১১ সালের ৮ জুন হাইকোর্ট এক রায়ে ওই জমিতে থাকা সব স্থাপনা এক মাসের মধ্যে অপসারণের রায় দেয়। ওই রায় বাস্তবায়ন না করে সেখানে সরকারি কর্মচারীদের জন্য আবাসন প্রকল্প নির্মাণ শুরু হলে গত ৪ মার্চ হাইকোর্ট চার সচিব, কক্সবাজারের ডিসিসহ ১২ জনের বিরুদ্ধে অবমাননার রুল দেয়।

ওই রুলের জবাব না দেয়া, আদেশ বাস্তবায়ন না করা এবং নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার প্রেক্ষিতে জেলা প্রশাসককে তলবের জন্য আবেদন করে পরিবেশ আইনবিদ সমিতি। আবেদনের শুনানি করে আদালত জেলা প্রশাসকের ব্যাখ্যা শুনতে তাকে তলব করেছে বলে জানান এই আইনজীবী।

(ওএস/এটিআর/জুলাই ২২, ২০১৪)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test