E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ঢাকা জজ কোর্টে লিফট ছিঁড়ে দুর্ঘটনা : কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

২০১৯ মার্চ ১০ ১৪:৪৫:২০
ঢাকা জজ কোর্টে লিফট ছিঁড়ে দুর্ঘটনা : কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

স্টাফ রিপোর্টার : ঢাকা জজ কোর্টে লিফট ছিঁড়ে ছয় আইনজীবীসহ মোট ১৪ জন গুরুতর আহত হওয়ার ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

আজ রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট মাহফুজুর রহমানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া এ রিট দায়ের করেন।

হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই রিটের বিষয়ে শুনানি হতে পারে বলে জানিয়েছেন তিনি।

রিটে আহতদের প্রত্যেককে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া ১৫ দিনের মধ্যে পুরনো লিফট পরিবর্তন করে নতুন লিফট পুনঃস্থাপনের নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে।

গত বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টা ১০ মিনিটে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পুরাতন ভবনের পাঁচতলা থেকে একটি লিফট ছিঁড়ে পড়ে। লিফটি রশিদ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণ করত। এর মালিক বজলুর রহমান।

(ওএস/এসপি/মার্চ ১০, ২০১৯)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test