E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এসআই জাহিদের বিরুদ্ধে ৬ দিনের রিমান্ড আবেদন

২০১৪ জুলাই ২৮ ১২:২৭:০৭
এসআই জাহিদের বিরুদ্ধে ৬ দিনের রিমান্ড আবেদন

স্টাফ রিপোর্টার : ঝুট ব্যবসায়ী মাহবুবুর রহমান সুজনকে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় মিরপুর মডেল থানার এসআই জাহিদুর রহমানের বিরুদ্ধে ছয় দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

ডিবি কর্মকর্তা নিবারণ চন্দ্র বড়ুয়া এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকা মহানগর হাকিম অশোক কুমার দত্তের আদালতে দুপুরের পর শুনানি অনুষ্ঠিত হবে।

১৭ জুলাই সকালে মিরপুর থানার এসআই রাকিব বাদী হয়ে এসআই জাহিদের বিরুদ্ধে পুলিশ হেফাজতে থাকা সুজন হত্যার দায়ে একটি মামলা করেন।

মামলায় মোট ৮ জনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন- এসআই জাহিদুর রহমান, এএসআই রাজকুমার, কনস্টেবল আনোয়ার হোসেন, রাশেদুল ইসলাম, পুলিশ সোর্স নাছিম, ফয়সাল, পলাশ ও খোকন। আসামিদের মধ্যে এসআই জাহিদ ও সোর্স নাসিমকে গ্রেফতার করা হয়।

এসআই জাহিদকে ১৬ জুলাই ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়। জাহিদের বিরুদ্ধে চলতি বছরে তিনজনকে হত্যার অভিযোগ ওঠে। তবে পুলিশ এ সব অভিযোগ বরাবরের মতো অস্বীকার করেছে। সর্বশেষ মিরপুর থানায় কর্মরত অবস্থায় ১৩ জুলাই (শনিবার) রাতে তার হেফাজতে মাহবুবুর রহমান সুজন নামে এক যুবকের মৃত্যু হয়।

সুজনের পরিবারের অভিযোগ, নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে। সুরতহাল রিপোর্টেও নির্যাতনে সুজনের মৃত্যুর বিষয়টি উঠে এসেছে। এ ঘটনায় ওইদিনই এসআই জাহিদকে থানা থেকে প্রত্যাহার করে রাজারবাগ পুলিশ লাইনসে পাঠানো হয়।

এ ছাড়া ২৪ জানুয়ারি এসআই জাহিদ কালশী বিহারি ক্যাম্পে জাবেদ নামে এক বিহারি যুবককে গুলি করে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। এর ১৫ দিন পর ৯ ফেব্রুয়ারি মো. জনি নামে অপর এক বিহারি যুবককে তুচ্ছ ঘটনায় আটক করে থানা হাজতে নির্যাতনে হত্যা করা হয় বলেও অভিযোগ ওঠে। এসআই জাহিদ ওই সময় পল্লবী থানায় কর্মরত ছিলেন। ওই ঘটনার পর তাকে প্রত্যাহার করা হলেও পরে মিরপুর থানায় সংযুক্ত করা হয়।

(ওএস/এইচআর/জুলাই ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test