Pasteurized and Homogenized Full Cream Liquid Milk
E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

মওদুদের মামলায় পরবর্তী সাক্ষ্য ২৫ জুলাই

২০১৯ জুলাই ২১ ১৮:২২:৫২
মওদুদের মামলায় পরবর্তী সাক্ষ্য ২৫ জুলাই

স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২৫ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

রবিবার ঢাকার ৬ নম্বর বিশেষ জজ ড. শেখ গোলাম মাহবুব এ দিন ধার্য করেন। আদালতে সাক্ষ্য দেন কর অফিসার মাহবুবুল আলম, ইসলাম ব্রাদাসের অফিসার একেএম ওবায়দুর রহমান ও আব্দুস শহীদ। সাক্ষ্য শেষে তাদের জেরা করেন মওদুদের আইনজীবীরা। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২৫ জুলাই দিন ধার্য করেন আদালত। এ নিয়ে এ মামলায় ৪৫ জনের সাক্ষ্য শেষ হয়েছে। মওদুদের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বিষয়টি নিশ্চিত করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৩ জুলাই ব্যারিস্টার মওদুদকে তার নিজের, স্ত্রীর ও পোষ্যদের নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ এবং তার উৎস জানতে চেয়ে নোটিশ দেয় দুদক। কারাগারে থাকা অবস্থায় একই বছরের ২৩ জুলাই সম্পদের হিসাব বিবরণী দাখিল করেন মওদুদ।

দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে দাখিল করা হিসাব বিবরণীতে জ্ঞাত আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়- এমন সাত কোটি ৩৮ লাখ ৬৪ হাজার ২৮৭ টাকা মূল্যের সম্পদ অর্জনসহ চার কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার সম্পদের তথ্য গোপন করা হয়েছে।

একই বছরের ১৬ সেপ্টেম্বর দুদকের উপ-সহকারী পরিচালক শরিফুল হক সিদ্দিকী বাদী হয়ে রাজধানীর গুলশান থানায় মওদুদের বিরুদ্ধে মামলা করেন। ২০০৮ সালের ১৪ মে মওদুদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। ২০১৭ সালের ২১ জুন মওদুদ আহমদের বিরুদ্ধে ঢাকার বিশেষ জজ আদালত-৬ অভিযোগ গঠন করেন।

(ওএস/এসপি/জুলাই ২১, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ জানুয়ারি ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test