E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আমানউল্লাহ আমানকে আত্মসমর্পণের নির্দেশ

২০১৯ সেপ্টেম্বর ৩০ ১৭:১৫:৪৮
আমানউল্লাহ আমানকে আত্মসমর্পণের নির্দেশ

স্টাফ রিপোর্টার : ভয়ভীতি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এবি সিদ্দিকীর করা মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানকে ছয় সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই সময় তাকে গ্রেফতার বা হয়রানি না করতেও নির্দেশ দিয়েছেন আদালত।

তার জামিন আবেদনের শুনানি নিয়ে সোমবার হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. খায়রুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে এদিন আমানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনুল ইসলাম।

এর আগে গত ৬ আগস্ট এ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ চার বিএনপি নেতারা আগাম জামিনের আবেদনেও একই আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। বাকি তিনজন হলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী গত ৫ আগস্ট ঢাকা মহানগর হাকিম আদালতে এ মামলা করেন। ভয়ভীতি দেখানো এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগে করা এ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৯ জনকে আসামি করা হয়।

বাদীর আর্জি শুনে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার গত ৫ আগস্ট এ মামলার আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে ৬ আগস্ট আগাম জামিনের আবেদন নিয়ে হাইকোর্টে আসেন চার বিএনপি নেতা। ২৯ সেপ্টেম্বর জামিন আবেদন করেন আমানউল্লাহ আমান।

গত ৫ আগস্ট (মঙ্গলবার) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৯ জনের বিরুদ্ধে ভয়ভীতি, হত্যার হুমকির অভিযোগে মামলার আবেদন জানান।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান ছাড়া অন্য আসামিরা হলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বুয়েটের বহিষ্কৃত শিক্ষক হাফিজুর রহমান রানা ও ছাত্রদল নেতা এমদাদুল হক ভূঁইয়া।

মামলায় বাদী তার অভিযোগে বলেন, চলতি বছরের ২৩ জুলাই বুয়েটের বহিষ্কৃত শিক্ষক হাফিজুর রহমান রানা তাকে একটি চিঠি পাঠান। চিঠিতে ১৫ আগস্ট আইএস দিয়ে বাদীসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়। এছাড়া বোমা মেরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিক্ষেত্র উড়িয়ে দেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, পরে তারেক রহমানের নেতৃত্বে গঠন করা হবে নতুন বাংলাদেশ।

তারেক রহমান আইএসের সঙ্গে চুক্তি করেছেন দাবি করে বাদী এবি সিদ্দিকী আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন। এরপর আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এর আগে এই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়কেও ছয় সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের আদেশ দিয়েছিলেন হাইকোর্ট।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০১৯)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test