E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্যারোল নয়, জামিনে মুক্তি চান খালেদা

২০১৯ অক্টোবর ০৩ ১৬:৪০:০০
প্যারোল নয়, জামিনে মুক্তি চান খালেদা

স্টাফ রিপোর্টার : দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে তার অন্যতম আইনজীবী জয়নুল আবেদীন বলেছেন, “খালেদা জিয়া সরকারের অনুকম্পায় প্যারোলে মুক্তি চান না। তিনি আদালতের কাছে জামিনের মাধ্যমেই মুক্তি চান। তিনি (খালেদা জিয়া) বলেছেন, ‘জামিন পাওয়া তার অধিকার, তিনি জামিনের হকদার’।”

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সুপ্রিম কোর্ট বার ভবনের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জয়নুল আবেদীন।

খালেদা জিয়ার এই আইনজীবী বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে মোট ৩৭টি মামলা করা হয়েছে। তবে এই ৩৭টি মামলার মধ্যে দুটিতে (জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট) জামিন পেলেই তার কারামুক্তি মিলবে। যে দুই মামলায় খালেদা জিয়া কারাবন্দি আছেন, সেই মামলায় তিনি নির্দোষ। খালেদা জিয়াকে জনগণ থেকে বিছিন্ন করার জন্যই কারাবন্দি করে রাখা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে জয়নুল আবেদীন বলেন, ‘যখনই আমরা খালেদা জিয়ার জামিন আবেদন নিয়ে আদালতে গিয়েছি, তখনই রাষ্ট্রপক্ষ জামিন নিয়ে জোড়ালো আপত্তি জানিয়েছে। আমরা রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার কাছে আহ্বান জানাবো, আগামী দিনে যেন তারা খালেদা জিয়ার জামিন নিয়ে আপত্তি না জানান।’

শিগগিরই খালেদার জামিন আবেদন নিয়ে আবারও আদালতের দ্বারস্থ হবেন বলেও জানান তিনি।

এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রফিকুল হক তালুকদার রাজা, কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমানসহ অন্য আইনজীবীরা।

(ওএস/এসপি/অক্টোবর ০৩, ২০১৯)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test