E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায় শুনে কাঁদলেন রিশার মা

২০১৯ অক্টোবর ১০ ২২:০৮:৫৭
রায় শুনে কাঁদলেন রিশার মা

স্টাফ রিপোর্টার : কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশা হত্যা মামলার আসামি ওবায়দুল হককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ রায় দেন।

রায় ঘোষণা উপলক্ষে রিশার মা তানিয়া হোসেন, বাবা রমজান হোসেন, ছোট ভাই ও বোন, স্কুলের প্রধান শিক্ষক ও তার সহপাঠীরা আদালতে উপস্থিত হন। বেলা ২টা ৫১ মিনিটে ওবায়দুলকে আদালতে হাজির করা হয়। বেলা ৩ টায় বিচারক রায় পড়া শুরু করেন। ৩টা ২৬ মিনিটে আদালত ওবায়দুলের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। রায় পড়াকালীন সময় চোখ টলমল করছিল রিশার মায়ের। মেয়ের খুনি ওবায়দুলের ফাঁসির আদেশ শুনে আদালতেই কেঁদে ফেলেন তিনি।

তিনি বলেন, তিনটি বছর আদালতে ঘুরেছি। রায়ে আমি সন্তুষ্ট। হাইকোর্টে যেন এ আদেশ বহাল থাকে। ওর ফাঁসি যেন দ্রুত কার্যকর হয়। সন্তান হারানো যে কি কষ্টের যার যায় সেই বুঝে। এভাবে আর যেন কোনো মায়ের কোল খালি না হয়।

রিশার বাবা রমজান হোসেন বলেন, রায়ে আমরা সবাই সন্তুষ্ট। এ রায় যেন দ্রুত কার্যকর হয় এই আমাদের চাওয়া।

রিশার সহপাঠীরা বলেন, অপরাধ করে কেউ পার পায় না। আদালতের রায়ে সেটাই প্রমাণিত হয়েছে। আমরা এ রায় দ্রুত কার্যকরের দাবি জানাচ্ছি। রায় দ্রুত কার্যকর হলে আর কোন মা-বোনকে হেনস্থা করে কোনো সন্ত্রাসী পার পাবে না।

(ওএস/অ/অক্টোবর ১০, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test