E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেলোয়ারের জামিনের বিরুদ্ধে আপিল হচ্ছে

২০১৪ আগস্ট ০৩ ১৪:২৯:১৭ ২০১৪ আগস্ট ০৩ ১৪:৫৫:০০
দেলোয়ারের জামিনের বিরুদ্ধে আপিল হচ্ছে

স্টাফ রিপোর্টার : তৈরী পোশাক কারখানা তোবা গ্রুপের মালিক দেলোয়ার হোসেন জামিনের বিরুদ্ধে আপিল করতে যাচ্ছে রাষ্ট্রপক্ষ।

রবিবার এ বিষয়ে আপিল করা হবে। হাইকোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে, দেলোয়ার হোসেন কারাগারে মুক্তির অপেক্ষায় রয়েছেন। অপরদিকে, বকেয়া বেতনের দাবিতে ওই প্রতিষ্ঠানে শ্রমিক অনশন চলছে।

দেলোয়ার মুক্তি পাবেন সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশন্সে অগ্নিকাণ্ডে অন্তত একশ ১২ জন শ্রমিক নিহতের ঘটনায় মামলার আসামি।

বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ থেকে গত ২৪ জুলাই দুই মাসের জামিন পান দেলোয়ার। পাশপাশি তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেন আদালত।

এর আগে তার সহযোগী আইনজীবী ব্যারিস্টার ইউসুফ খান রাজিব জানান, ঈদের ছুটির আগে দেলোয়ারের জামিন হয়েছিলো। এরপর আমার সিনিয়র (এএম আমিন উদ্দিন) দেশের বাইরে চলে যান। পরে জামিন আদেশ কারাগারে গেছে কিনা তা জানি না। তবে আগামীকাল (রোববার) খোঁজখবর নিয়ে বলতে পারবো।

উল্লেখ্য, তাজরীন ফ্যাশন্সে অগ্নিকাণ্ডের ঘটনায় গত বছরের ১৯ ডিসেম্বর দণ্ডবিধির ৩০৪ ও ৩০৪ (ক) ধারা অনুযায়ী ‘অপরাধজনক নরহত্যা’ ও ‘অবহেলাজনিত কারণে মৃত্যু ঘটানোর’ অভিযোগে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন ও তার স্ত্রী (তাজরিনের চেয়ারম্যান) মাহমুদা আক্তার মিতাসহ ১৩ জনকে অভিযুক্ত করে সিআইডি আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রে একশ’ ৪ জনকে সাক্ষী করা হয়।

এরপর ওই বছরের ৩১ ডিসেম্বর এ মামলার অভিযোগপত্র গ্রহন করেন। পরে চলতি বছরের ৯ ফেব্রুয়ারি তাজরিনের চেয়ারম্যান মাহমুদা আক্তার মিতা ও ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা খারিজ করে দেন আদালত। পরে ম্যাজিস্ট্রেট আদালত মিতাকে জামিন দেন।

পরে দেলোয়ার হোসেন হাইকোর্টে জামিন আবেদন করেন।

(ওএস/এটিআর/আগস্ট ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test