E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যে সেনা পাঠাতে লিগ্যাল নোটিশ

২০১৯ নভেম্বর ২০ ২৩:৪২:১৯
ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যে সেনা পাঠাতে লিগ্যাল নোটিশ

স্টাফ রিপোর্টার : ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায় সৈন্য ও পুলিশ পাঠানোর উদ্যোগ নিতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আইনি (লিগ্যাল) নোটিশ পাঠানো হয়েছে।

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকার বাস্তবায়নে সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ বুধবার (২০ নভেম্বর) এ নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। নোটিশ পাঠানোর বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন।

আইনজীবী জানান, বাংলাদেশ বিশ্বশান্তির জন্য অগ্রণী ভূমিকা পালন করছে। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনী হিসেবে ২৫টির বেশি দেশে সেনাবাহিনী প্রেরণ করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য দেশগুলো হলো-নামিবিয়া, কম্বোডিয়া, সোমালিয়া, উগান্ডা, রুয়ান্ডা, মোজাম্বিক, প্রাক্তন যুগোস্লাভিয়া, লাইবেরিয়া, হাইতি, তাজিকিস্তান, পশ্চিম সাহারা, সিয়েরা লিওন, জর্জিয়া, কঙ্গো ইত্যাদি।

তিনি বলেন, ‘বাংলাদেশ বিশ্বের তৃতীয় মুসলিম জনসংখ্যা বহুল দেশ। যার দরুন মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের নৈতিক কর্তব্য রয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেমন-ফিলিস্তিন, লিবিয়া, সিরিয়া, ইরাক, ইয়েমেন, সৌদি আরব ইত্যাদি আরব দেশসমূহ বিভিন্ন ধরনের নিরাপত্তা ঝুঁকিতে আছে। ফলশ্রুতিতে মুসলিম বিশ্বের এসব দেশে শান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষী বাহিনী হিসেবে বাংলাদেশের সেনাবাহিনী ও পুলিশ মোতায়েনের উদ্যোগ নেয়া আবশ্যক।’

মাহমুদুল হাসান আরও বলেন, ‘বাংলাদেশ যদি মধ্যপ্রাচ্যের দেশসমূহের শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনী ও পুলিশ ফোর্স প্রেরণের উদ্যোগ নেয় তাহলে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকার আরও বেগবান হবে এবং বাংলাদেশের অর্থনীতি উপকৃত হবে।’

আইনি নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে এ ব্যাপারে উদ্যোগ নিতে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এ ব্যাপারে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হবে বলে উল্লেখ করেছেন আইনজীবী মাহমুদুল হাসান।

লিগ্যাল নোটিশ পাঠানো প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে প্রায় ২৪টি দেশে সেনাবাহিনীর সদস্যদের পাঠানো হয়ে থাকে। কিন্তু ফিলিস্তিনসহ মধ্যপ্রাচে, যেখানে সবচেয়ে বেশি অশান্তি বিরাজ করছে সেখানে পাঠানো হচ্ছে না। তাই এই নোটিশ পাঠিয়েছি।’

তিনি বলেন, ‘ওআইসি সনদের অনুচ্ছেদ ১(৪) (৮), জাতিসংঘ সনদের অনুচ্ছেদ ১ ও বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ২৫(সি) থেকে অনুপ্রাণিত হয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় প্রেরিত নোটিশে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পক্ষ করা হয়েছে।’

(ওএস/এসপি/নভেম্বর ২০, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test