E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী সাইদুরের জামিন

২০১৯ ডিসেম্বর ১৮ ১৫:২৫:২০
রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী সাইদুরের জামিন

স্টাফ রিপোর্টার : বনানীর এফ আর টাওয়ার নির্মাণে নকশা জালিয়াতি মামলায় গ্রেফতার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

তবে এ জামিন আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

বুধবার (১৮ ডিসেম্বর ) এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ জামিন আদেশ দেন।

গত ৩ ডিসেম্বর এফ আর টাওয়ার মামলায় রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমানকে কেন জামিন প্রদান করা হবে না, তা জানতে ১০ দিনের রুল জারি করেন হাইকোর্ট।

আদালতে আজ দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আসামিপক্ষে শুনানি করেন মো. কামরুল ইসলাম।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক বলেন, গত ৩ ডিসেম্বর রুল জারি করেছিলেন আদালত। আজ রুল নিষ্পত্তি করে তাকে জামিন দিয়েছেন। তবে এ জামিন আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা হবে।

গত ২৫ নভেম্বর হাইকোর্ট থেকে বিচারিক আদালতে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশের পর গত ২৮ নভেম্বর মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল-হাজতে প্রেরণ করেন। এরপর হাইকোর্ট জামিন আবেদন করেন তিনি।

ঘটনার বিবরণে দেখা যায়, আসামিগণ অসৎ উদ্দেশ্যে অন্যায়ভাবে লাভবান হওয়ার অভিপ্রায়ে পরস্পর যোগসাজশে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ এর বিধিবিধান লঙ্ঘন করে, ৩২ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকায় ভবন নির্মাণে ১৫ তলার স্থলে ১৮ তলা ভবনের নকশা অনুমোদন ও ডেভিয়েশনসহ ১৮ তলা এফ আর টাওয়ার নির্মাণ করেন। এ অনিয়মের ঘটনায় দুদকের উপ-পরিচালক মো. আবু বকর সিদ্দিক পাঁচজনকে আসামি করে ২৫ জুন, সজেকা, ঢাকা- ১ দুদক মামলা নং- ২ দায়ের করেন। মামলাটি অভিযোগপত্র প্রস্তুত হয়ে গেছে, যেকোনো সময় আদালতে দাখিল করা হবে।

আলোচিত এফ আর টাওয়ার অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জন মারা যান। ৭৩ জন মারাত্মকভাবে দগ্ধ ও পঙ্গুত্ববরণ করেন। এ মামলায় অন্য আসামিরা হলেন- ইজারাগ্রহীতা সৈয়দ মো. হোসাইন ইমাম ফারুক, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন খাদেম ও রাজউকের সাবেক অথরাইজড অফিসার সৈয়দ মকবুল আহমেদ।

(ওএস/এসপি/ডিসেম্বর ১৮, ২০১৯)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test