E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আয়কর ফাঁকি মামলায় বাবরের বিরুদ্ধে অভিযোগ গঠন

২০১৪ আগস্ট ০৬ ১১:৪৬:১৩
আয়কর ফাঁকি মামলায় বাবরের বিরুদ্ধে অভিযোগ গঠন

স্টাফ রিপোর্টার : দুই কোটি ৬৫ লাখ টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

বুধবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ রেজাউল করিম অভিযোগ গঠন করে সাক্ষীর জন্য ২১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন। এ মামলায় ৯ জনকে সাক্ষী করা হয়েছে।

বাবরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অভিযোগ গঠনের সময় বাবর নিজেকে নির্দোষ দাবি করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ১৯৯৯-২০০০ করবর্ষ থেকে ২০০৮-২০০৯ করবর্ষ পর্যন্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তার মালিকানাধীন মাস্টার ইলেকট্রনিক্স লিমিটেডের পরিচালক হিসেবে ৮ কোটি ৬ লাখ ৮০ হাজার ১১২ টাকার সম্পদের হিসাব গোপন করেছেন।

ওই অর্থের ওপর প্রযোজ্য প্রায় ২ কোটি ৬৫ লাখ টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগে ২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে জাতীয় রাজস্ব বোর্ডের উপ-কর কমিশনার সৈয়দ জাকির হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

(ওএস/এইচআর/আগস্ট ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test