E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

২০২০ সালে পাঁচ থেকে ছয় লাখ মামলা নিষ্পত্তির আশা আইনমন্ত্রীর

২০২০ জানুয়ারি ০১ ১৫:১৩:২৮
২০২০ সালে পাঁচ থেকে ছয় লাখ মামলা নিষ্পত্তির আশা আইনমন্ত্রীর

স্টাফ রিপোর্টার : নতুন বছরে (২০২০ সালে) পাঁচ থেকে ছয় লাখ মামলা নিষ্পত্তি করা হবে বলে আশা করছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। বুধবার (১ জানুয়ারি) বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারি জজদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, লক্ষ্য থাকবে নতুন বছরে কম করে হলেও ৫ থেকে ৬ লাখ মামলা কমানো। আমরা সেইভাবে বিচারিক প্রোগ্রাম, আদালতের লোকবল প্রস্তুতির চেষ্টা করছি। আমরা একটা সিস্টেম চালু করেছি। যেটা হচ্ছে জাস্টিস অডিট। প্রত্যেক তিন বছর আমরা একটা হিসাব নিই। শুধু যে মামলা সেটা না। কী প্রকারের মামলা, কোন বিষয়ে বেশি মামলা হচ্ছে। সেসব বিষয়ে একটা ধারণা নিয়ে থাকি।

তিনি বলেন, এখানে ৩৬ লাখ ৬০ হাজার মামলার যে কথা বলা হচ্ছে, সেটার সঙ্গে কিন্তু কিছুটা পার্থক্য আছে। সেখানের হিসাব হচ্ছে ৩১ লাখ। এটা যাই হোক। এটা মামলার জট। আমাদের এই বছর লক্ষ্য থাকবে অন্ততপক্ষে ৫ থেকে ৬ লাখ মামলা কমানো। আমরা সেইভাবে বিচারিক যে প্রোগ্রাম, আদালতের লোকবল সেইভাবে করার চেষ্টা করছি। আমরা মামলা কমানোর যে পরিকল্পনা নিয়েছি তা অবাস্তব না।

মন্ত্রী বলেন, বিকল্প বিরোধ নিষ্পত্তিতে নিশ্চয়ই আরও জোর দেয়া হবে। বিকল্প বিরোধ নিষ্পত্তির বিষয়টি এখনও জনগণের কাছে তেমনভাবে পরিচিত নয়। সেই ক্ষেত্রে যেসব ফৌজদারি মামলা আপোসযোগ্য, সেই বিষয়গুলো আদালত যেন বলে দেয়, কোর্টের বাইরে মীমাংসা করে দেয়।

বিচার বিভাগের ওপর মানুষের আস্থা বেড়েছে বলেই মামলা বাড়ছে বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক।

এর আগে আইনমন্ত্রী চারমাস ব্যাপী সহকারি জজদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক সাবেক বিচারপতি খন্দকার মুসা খালেদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন আইন সচিব মো. গোলাম সারওয়ার।

(ওএস/এসপি/জানুয়ারি ০১, ২০২০)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test