E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বনাঞ্চলে শিপইয়ার্ড স্থাপন অবৈধ, হাইকোর্টের রায়

২০২০ জানুয়ারি ০২ ১৫:৫৩:৫৫
বনাঞ্চলে শিপইয়ার্ড স্থাপন অবৈধ, হাইকোর্টের রায়

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার উত্তর ছলিমপুরে ‘ব’ চিহ্নিত উপকূলীয় বনাঞ্চল কেটে বিবিসি স্টিল কোম্পানির শিপ ব্রেকিং ইয়ার্ড স্থাপনকে অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে উপকূলীয় বনাঞ্চল রক্ষার আদেশ দেয়া হয়েছে।

পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক রিট আবেদনে চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিট আবেদনকারী পক্ষে ছিলেন- আইনজীবী অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান, মিনহাজুল হক চৌধুরী ও সাঈদ আহমেদ কবীর। বিবিসি’র পক্ষে ছিলেন ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী।

পরে আইনজীবীরা জানান, চট্টগ্রাম সীতাকুণ্ডে বনাঞ্চলের জমিতে শিপ ব্রেকিং ইয়ার্ড নির্মাণে জমি ইজারা দেয়া অবৈধ করে রায় দিয়েছেন হাইকোর্ট।

সীতাকুণ্ডে উপকূলীয় এলাকায় চিহ্নিত বনের জায়গায় শিপ ব্রেকিং ইয়ার্ড নির্মাণের জন্য বিবিসি স্টিল কোম্পানিকে ৭ দশমিক ১০ একর জায়গা লিজ দেয় চট্টগ্রাম জেলা প্রশাসক। এরপর ওই ইজারা বাতিলের জন্য গতবছর ২৫ মার্চ আইনি নোটিশ দেয় বেলা। কিন্তু চট্টগ্রাম জেলা প্রশাসন ইজারা বাতিল না করায় বনাঞ্চলের জমি ইজারা দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের ২৮ এপ্রিল রিট আবেদন করে বেলা। এ রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে ওই বছরের ১৩ মে রুল জারি করেন হাইকোর্ট।

একই সঙ্গে শিপ ব্রেকিং ইয়ার্ড নির্মাণ কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়। এ রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে রায় দিলেন হাইকোর্ট। রায়ে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার উত্তর ছলিমপুরে ‘ব’ চিহ্নিত বনাঞ্চলের জমিতে বিবিসি স্টিল কোম্পানির শিপ ব্রেকিং ইয়ার্ড নির্মাণের জন্য জমি ইজারা দেয়া অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট।

(ওএস/এসপি/জানুয়ারি ০২, ২০২০)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test