E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজ মাস্টারকে কারাগারে পাঠানোর নির্দেশ

২০১৪ আগস্ট ০৭ ১৬:৩৬:১৪
সিরাজ মাস্টারকে কারাগারে পাঠানোর নির্দেশ

স্টাফ রিপোর্টার, ঢাকা : মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টার ওরফে সিরাজকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাকে সেফহোমে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল।

আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম.ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আগামী ২০ আগস্ট তার বিরুদ্ধে তদন্তের অগ্রগতি বা চূড়ান্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিলের জন্য প্রসিকিউশনকে নির্দেশ দিয়েছে আদালত।

এদিকে সকাল ৯ টার আগে সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে (৭২) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এরপর তাকে এজলাসে হাজির করা হলে ট্রাইব্যুনাল তার কাছে একাত্তরে তার অবস্থান সম্পর্কে জানতে চান। এ সময় তিনি বলেন, এ বিষয়ে আমার কিছু বলার আছে আমি বলতে চাই। ট্রাইব্যুনাল তাকে পরবর্তী তারিখে বলার সুযোগ দিয়ে দেবে মর্মে কার্যক্রম মুলতুবি করেন।

এ সময় আসামি সিরাজ মাস্টার তার নিজেরপক্ষে নিজেই শুনানির আবেদন জানান ট্রাইব্যুনালের কাছে।

গত ২০ জুলাই তাকে বাগেরহাটের কচুয়ায় মুক্তিযুদ্ধ চলাকালে শাখারীকাঠি বাজারে গণহত্যা, ধর্ষণ ও বাড়িতে অগ্নিসংযোসহ ৬টি অপরাধের অভিযোগে গ্রেফতার করে পুলিশ।

বাগেরহাট সদর উপজেলার ডেমা গ্রামে তার চাচা শ্বশুর মৃত মোসলেম পাইকের পরিত্যক্ত খুপড়ি ঘর থেকে বাগেরহাট মডেল থানা পুলিশ তাকে আটক করে।

এ পর্যন্ত শাখারীকাঠী গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক তিন আসামির সবাইকেই পুলিশ কচুয়া, রাজশাহী ও বাগেরহাট সদর থেকে আটক করেছে।

বাগেরহাট সদরের গোটাপাড়া গ্রামের মৃত হারেজ উদ্দিনের ছেলে গ্রেফতারকৃত সিরাজ মাস্টার মুক্তিযুদ্ধের পর এলাকা ছেড়ে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামে বসবাস করে আসছিলেন।

(ওএস/অ/আগস্ট ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test