E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সংবিধানে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ‘ভুলভাবে উপস্থাপন’ করায় রিট

২০২০ মার্চ ০৫ ১৬:০১:২৬
সংবিধানে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ‘ভুলভাবে উপস্থাপন’ করায় রিট

স্টাফ রিপোর্টার : সংবিধানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ভুলভাবে উপস্থাপন করায় কর্তৃপক্ষের ব্যর্থতা চ্যালেঞ্জ করে রিট আবেদন দায়ের করা হয়েছে।

রাজবাড়ীর রায়নগর গ্রামের কাশেদ আলীর পক্ষে বৃহস্পতিবার (৫ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস এ রিট দায়ের করেন। আইনজীবী নিজেই রিটের বিষয়টি নিশ্চিত করেন।

আইনজীবী সুবীর নন্দী দাস বলেন, আবেদনটির ওপর আগামী ৮ মার্চ বিচারপতি তারিক উল হাকিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।

রিট আবেদনে সংবিধানে থাকা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ভুলটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে। পাশাপাশি সংবিধানে বঙ্গবন্ধুর ৭ মার্চের পূর্ণাঙ্গ ভাষণটি বাংলা এবং ইংরেজিতে অন্তর্ভুক্তির আবেদন করা হয়েছে।

রিটে আইন মন্ত্রণালয় সচিব এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের পরিচালকসহ চারজনকে বিবাদী করা হয়েছে।

(ওএস/এসপি/মার্চ ০৫, ২০২০)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test