E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাজেদকে গ্রেফতারের মাধ্যমে ন্যায়বিচার আরও একধাপ এগিয়ে গেল

২০২০ এপ্রিল ০৭ ১৬:৩৭:৫৭
মাজেদকে গ্রেফতারের মাধ্যমে ন্যায়বিচার আরও একধাপ এগিয়ে গেল

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক কাজী নজীব উল্লাহ হিরু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদকে গ্রেফতারের মাধ্যমে ন্যায়বিচার আরও একধাপ এগিয়ে গেছে। চরম দুঃসময়ে তাকে গ্রেফতার করাটা জাতির জন্য একটি সুখবর।

ঢাকা মহানগর হাকিম আবু আব্দুল্লাহ ভূঁইয়া বলেছেন, ‘মাজেদ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তিনি বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। আইনের সব ধাপ শেষ। এখন তার মৃত্যুদণ্ড কার্যক্ররের অপেক্ষায়। অব্যশই তিনি যদি দণ্ডের বিরুদ্ধে আপিল করতে চান তাহলে করত পারবেন।’

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। এ সময় বঙ্গবন্ধু হত্যা মামলায় তাকে গ্রেফতার না দেখানো পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করে কাউন্টার টেররিজম।

আবেদনে বলা হয়, আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। এই মামলায় তাকে গ্রেফতার না দেখানো পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করছি।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম জুলফিকার হায়াৎ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর বেলা ১টা ৫ মিনিটের দিকে তাকে প্রিজন ভ্যানে করে ঢাকার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বিদেশে পলাতক বঙ্গবন্ধু হত্যার ছয় আসামির একজন ছিলেন আবদুল মাজেদ।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বিপথগামী সেনা সদস্যদের হাতে নির্মমভাবে সপরিবারে খুন হন বঙ্গবন্ধু। এখন বঙ্গবন্ধুর পাঁচ দণ্ডপ্রাপ্ত খুনি বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে আছেন।

এর মধ্যে রাশেদ চৌধুরী আমেরিকায় ও নূর চৌধুরী কানাডায় অবস্থায় করছেন বলে বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। এছাড়া শরিফুল হক ডালিম, কর্নেল রশীদ, মুসলেহ উদ্দীন রিসালদার পালাতক রয়েছেন।

(ওএস/এসপি/এপ্রিল ০৭, ২০২০)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test