E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অবৈধ ভিওআইপির সরঞ্জামসহ আটক আতিকুলের জামিন

২০২০ মে ১৬ ১৫:৪৬:৫৩
অবৈধ ভিওআইপির সরঞ্জামসহ আটক আতিকুলের জামিন

স্টাফ রিপোর্টার : রাজধানীর আদাবরে অবৈধ ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল (ভিওআইপি) ব্যবসার সরঞ্জামসহ গ্রেফতার আতিকুল হাসানের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম ইয়াসমিন আরা শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন।

শনিবার (১৬ মে) রাজধানীর আদাবর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার মুন্সি পুলিশের কনেস্টবল সোহরাব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার আতিকুল হাসান নামে একজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। তার বিরুদ্ধে আদাবর থানায় টেলিযোগাযোগ আইনে করা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। জামিনযোগ্য ধারায় মামলা হওয়ায় বিচারক শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

বৃহস্পতিবার (১৪ মে) দিনগত রাতে আদাবরের মুনসুরাবাদ হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব-২ এর একটি দল। এরপর আদাবর থানায় তার বিরুদ্ধে টেলিযোগাযোগ আইনে একটি মামলা করা হয়।

র‍্যাব-২ এর মেজর এইচ এম পারভেজ আরেফিন জানান, মুনসুরাবাদ হাউজিং এলাকায় সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে একটি চক্র অবৈধ ভিওআইপি ব্যবসা করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পলায়নকালে আতিকুল হাসানকে আটক করা হয়।

পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে একটি বাসা থেকে বিপুল পরিমাণ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম উদ্ধার করে। এর মধ্যে রয়েছে- ৩২ অ্যান্টেনার চারটি সিম বক্স, জিপিআরএস ব্লকার, দেড়হাজার সিম, ইউপিএস ও রাউটার।

(ওএস/এসপি/মে ১৬, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test