E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সুনামগঞ্জ প্রতিদিন সম্পাদকের বিরুদ্ধে মামলা

২০১৪ আগস্ট ১১ ১৭:২৫:০৬
সুনামগঞ্জ প্রতিদিন সম্পাদকের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের অনলাইন দৈনিক ‘সুনামগঞ্জ প্রতিদিন’র সম্পাদক ইমানুজ্জামান মহীর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের হয়েছে।

এই মামলায় তৌহিদুর রহমান মাছুম নামক ফেইসবুক আইডি ব্যবহারকারী অপর একজনকেও একই অভিযোগে আসামী করা হয়েছে। সোমবার দুপুরে সুনামগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন সুনামগঞ্জের উন্নয়ন সংগঠন হাউসের নির্বাহী পরিচালক ও জাতীয় কৃষক জোটের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সালেহিন চৌধুরী শুভ। আদালত মামলাটি গ্রহণ করে সংশ্লিষ্ট দফতরকে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণে প্রকাশ ইমানুজ্জামান সম্পাদক ইমানুজ্জামান মহী ভূয়া ফেসবুক স্ট্যটাসের বরাত দিয়ে সালেহীন শুভের বিরুদ্ধে তার দূর সম্পর্কের চাচাতো বোনকে জড়িয়ে চটকদার ভাষায় উদ্দেশ্যমূলকভাবে ভূয়া, অশ্লীল, বানোয়াট ও মানহানীকর সংবাদ পরিবেশন করেন। এতে তিনি সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন, ক্ষতিগ্রস্থ এবং মানসিক ভাবে বির্পযস্থ হন।

জানা যায়, তৈৗহিদুর রহমান মাছুম নামক একটি ফেসবুক আইডিতে প্রথম শুভ ও মাছুম ট্রেডার্সের স্বত্তাধিকারী মাছুমের স্ত্রীকে কে জড়িয়ে ভূয়া ও অশ্লীল তথ্য সম্বলিত স্ট্যাটাস দেয়া হয়। এটি তেমন কারো চোখে না পড়লেও মহি কোন যাচাই না করে উদ্দেশ্যমূলকভাবে প্রশ্নহীন কায়দায় ও নোংলাভাষায় তার সম্পাদিত অনলাইন পত্রিকা সুনামগঞ্জ প্রতিদিনে হুবহু স্ট্যাটাসটি প্রকাশ করেন। পরে তিনি তার ফেইসবুক স্ট্যাটাসেও এই ভূয়া ও মানহানিকর সংবাদের লিংক শেয়ার করে অনেক লোকজনকে এই ভূয়া সংবাদ পাঠ করাতে উৎসাহ যোগান। শুভ’র চাচাতো বোনের স্বামী তৈৗহিদুর রহমান মাছুমের সাথে যোগাযোগ করলে তিনি জানান, তার কোন ফেসবুক আইডি নাই এবং তিনি তার স্ত্রীকে নিয়ে সুখে-শান্তিতে আছেন। তার নামে ফেইসবুকে ভূয়া আইডি করে প্রচারণা চালানোয় তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন।

সালেহিন চৌধুরী শুভ’র আইনজীবি এডভোকেট কল্লোল তালুকদার চপল বলেন, আদালত মামলা আমলে নিয়ে ডিবি’র কাছে তদন্তের জন্য পাঠিয়েছেন। তিনি আরো জানান, তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় দায়েরকৃত উক্ত মামলা প্রমানের যথেষ্ট উপাদান আমাদের হাতে আছে। অপরাধ প্রমান হলে আসামী অনধিক ১৪ বছর কারাদন্ড ও তৎসঙ্গে অনধিক ১ কোটি টাকা অর্থদন্ডে দন্ডিত হবেন ।

(এসএস/এটিআর/আগস্ট ১১, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test