E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লালমনিরহাটে ৫০ নেতাকর্মী জেলহাজতে

২০১৪ আগস্ট ১৮ ১৯:১৪:৫১
লালমনিরহাটে ৫০ নেতাকর্মী জেলহাজতে

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা বিএনপির সদস্য সচিব আমীর হামজা (৪৯) ও পাটগ্রাম পৌর বিএনপির আহবায়ক মোস্তফা সালাউজ্জামান ওপেলসহ (৪৬) ৫০ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। পরে তাদের কোর্ট পুলিশের মাধ্যমে লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়।

আদালত সূত্র ও কোর্ট পুলিশ জানায়, সোমবার দুপুরে লালমনিরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলমগীর কবির শিপনের আদালতে আসামিরা জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো কয়েকজন হলেন- পাটগ্রাম উপজেলা বিএনপির সদস্য সচিব আমীর হামজা (৪৯), পৌর বিএনপির আহবায়ক মোস্তফা সালাউজ্জামান ওপেল (৪৬), বুড়িমারী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। বাকি ৪৭ বিএনপি নেতাকর্মীর নাম জানা যায়নি।
লালমনিরহাট জেলা বিএনপির ব্যারিস্টার হাসান রাজিব প্রধান জানান, পাটগ্রামে হরতালে ছাত্রদল নেতা হত্যা মামলায় বিএনপির নেতাকর্মীরা কীভাবে আসামি হয়, তা আমার জানা নেই। আমরা ন্যায়বিচারের জন্য উচ্চ আদালতের আশ্রয় নিব।
প্রসঙ্গত, পাটগ্রাম উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে স্থানীয় আওয়ামী লীগ নেতা মিন্টু মিয়া হত্যা মামলাসহ সাতটি হত্যা মামলা এবং পাটগ্রাম থানায় ৩৭টি মামলা রয়েছে। এসব মামলায় বিএনপি-জামায়াতসহ ৭৫০ নেতাকর্মী এজাহারভুক্ত।
(ওএস/এএস/আগস্ট ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test