E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন গয়েশ্বর

২০১৪ এপ্রিল ২০ ১২:৫৪:২০
ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন গয়েশ্বর

স্টাফ রিপোর্টার : নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ তিনজনকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট। একই সাথে হাইকোর্টের জারি করা রুলেরও নিষ্পত্তি করে দেওয়া হয়েছে। রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের হাইকোর্ট বেঞ্চ।

আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি হওয়া বাকি দুইজন হলেন- ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সহ-সভাপতি অধ্যাপক ডা. এম সালাম ও মহাসচিব ডা. এজেডএম জাহিদ হোসেন।

হাইকোর্টে গয়েশ্বরসহ অন্য দুইজনের পক্ষে ছিলেন-অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।

এর আগে সকালে আদালতের তলবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ তিনজন হাইকোর্টে হাজির হন।

'সব কোর্টই এখন মুজিব কোটের পকেটে বন্দি' বলে বক্তব্য দেওয়ায় গত ৭ এপ্রিল স্বপ্রণোদিত হয়ে একই বেঞ্চ আদালত অবমাননার রুল জারি করেন।

গত ৬ এপ্রিল জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে গয়েশ্বর চন্দ্র রায় বলেছিলেন, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট-সব কোর্টই এখন মুজিব কোটের পকেটে বন্দী। এই পকেট ছিঁড়তে না পারলে কেউ ন্যায়বিচার পাবে না, বিচারকদের বিবেক জাগ্রত হবে না।

আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। আয়োজক ছিল বিএনপিপন্থী চিকিত্সকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

(ওএস/এটি/ এপ্রিল ২০, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test