E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভাবীকে হত্যা, দেবরের ১০ বছরের কারাদণ্ড

২০১৪ আগস্ট ২৭ ২১:০২:৪২
ভাবীকে হত্যা, দেবরের ১০ বছরের কারাদণ্ড

নেত্রকাণা প্রতিনিধি : নেত্রকাণায় বড় ভাইয়ের স্ত্রী পারভীন আক্তারকে (৩২) হত্যার অভিযোগে দেবর আব্দুল হাকিমকে (৪২) ১০ বছর সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আব্দুল হামিদ ঘটনার ১৩ বছর পর আসামির উপস্থিতিতে এ রায় দেন। দেবর হাকিম জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটী গ্রামের বাসিন্দা।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজম খান বলেন, কৈলাটী গ্রামের জাফর আলী এবং তার ছোট ভাই আব্দুল হাকিম দু’জনই পেশায় ভিক্ষুক। ২০০৩ সনের ১৯ জুলাই জাফর আলী ভিক্ষার উদ্দেশে ঘর থেকে বেরিয়ে গেলে তারই স্ত্রী পারভিন দেবর আব্দুল হাকিমের সন্তানকে মারধর করে। এতে ক্ষুদ্ধ হয়ে আব্দুল হাকিম কুড়াল দিয়ে ভাবী পারভীনের মাথায় আঘাত করলে তিনি মারা যান।

এ ঘটনায় স্বামী জাফর আলী বাদী হয়ে ঘটনার চারদিন পর কলমাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আব্দুল হাকিমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

বিজ্ঞ বিচারক উভয় পক্ষের ৯জন স্বাক্ষীর সাক্ষ্য প্রমাণাদি গ্রহণ করে অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় বুধবার এ রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজম খান এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট দিলোয়ারা বেগম।

(ওএস/এটিআর/আগস্ট ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test