E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুমিল্লায় ৩ মেম্বারসহ ১৪ জন জেলহাজতে

২০১৪ আগস্ট ২৮ ১৭:৩৩:১৬
কুমিল্লায় ৩ মেম্বারসহ ১৪ জন জেলহাজতে

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার নুরুল আলম খোন্দকার হত্যা মামলায় অভিযুক্ত ইউপি’র ৩ মেম্বারসহ ১৪ আসামীকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শফিকুর রহমানের আদালতে হাজির হয়ে মামলার অভিযুক্তরা জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে জেলহাজতে পাঠানো নির্দেশ দেন।

জেলহাজতে পাঠানো অভিযুক্ত আসামীরা হলেন- স্থানীয় ইউপি মেম্বার লক্ষীপুরের বেলাল হোসেন, আলকরার রফিকুল ইসলাম, কুলাসারের দেলোয়ার হোসেন, ইউনিয়ন যুবলীগ সভাপতি কুলাসারের জামাল উদ্দিন, যুবলীগ নেতা আলকরার আকবর কবির শিশির, রমজান আলী, আবুল কালাম, কাইচ্ছুটির নাছির উদ্দিন, দক্ষিণ কাইচ্ছুটির নুর নবী, লক্ষীপুরের শাহজাহান, শিলরীর মামুন, মাসুম, উত্তর আলকরার ইসমাইল, আশফালিয়ার শিমুল।

মামলা সুত্রে জানা গেছে, গত ১২ জুলাই ভোরে মেম্বার নুরুল আলম বাড়ি হতে ফেনী শহরের রামপুরে বাসার উদ্দেশ্যে রওয়ানা করে। পথিমধ্যে সিএনজি অটোরিকশা যোগে দত্তসার এলাকায় পৌঁছলে মাশরায় অভিযুক্ত আসামীরা দুইটি মাইক্রোবাস যোগে তাকে জোরপূর্বক অপহরণ করে। এরপর পর্যায়ক্রমে কুপিয়ে ও লোহার পেরেক মেরে আসামীরা মেম্বারের মৃত্যু নিশ্চিত শেষে মুখে আগুন লাগিয়ে চেহারা বিকৃত করে দেয়। হত্যার পরদিন ১৩ জুলাই সকালে পুলিশ মেম্বার নুরুল আলমের বাড়ির আধা কিলোমিটার দূরে লক্ষীপুর ব্রিজের নিচ থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে।

এব্যাপারে ১৪ জুলাই রাতে ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চু বাদি হয়ে ৪ মেম্বারসহ ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

(এইচকেজে/এএস/আগস্ট ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test