E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আশাশুনিতে আ’লীগের ৩০০ জনের নামে মামলা, আটক ১

২০১৪ আগস্ট ৩১ ১৭:৫০:৫৭
আশাশুনিতে আ’লীগের ৩০০ জনের নামে মামলা, আটক ১

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলার গদাইপুর মাছের সেটে আওয়ামী লীগের দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে শনিবার রাতে ৩০০ জনের নামে থানায় মামলা দায়ের করেছে।  এ ঘটনায় পুলিশ এক জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি হচ্ছে উপজেলার হেতালবুনিয়া গ্রামের ইসমাইল সরদারের ছেলে ছালেক সরদার (২৮)।
                       

প্রত্যক্ষদর্শীরা জানান, আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামে গত শুক্রবার সকালে উপজেলা নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে আ’লীগের দু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় তারা সেখানে ১০ টি হাত বোমা বিষ্ফোরণ ঘটায়। ওই দিনই অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, সদর সহকাাির পুলিশ সুপার মীর মনির হোসেন, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব ঘটনাস্থল পরিদর্শণ করেন। এলাকায় এখনও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে আশাশুনি থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাক বাদী হয়ে শনিবার রাতে থানায় ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং ২৫। রাতেই পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামী হেতালবুনিয়া গ্রামের ছালেক সরদারকে গ্রেফতার করে।

উল্লেখ্য, গত উপজেলা নির্বাচনের পর থেকে বর্তমান উপজেলা চেয়ারম্যান অওয়ামীলীগনেতা এ বি এম মোস্তাকিম গ্রুপ ও খাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাত্রলীগ নেতা এস এম শাহানেওয়াজ ডালিম গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

(আরকে/এএস/আগস্ট ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test