E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধানমন্ডি মাঠ দখল মামলায় জামিন পেলেন মোবাশ্বেররা

২০১৪ এপ্রিল ২২ ১৪:৪৪:২৬
ধানমন্ডি মাঠ দখল মামলায় জামিন পেলেন মোবাশ্বেররা

স্টাফ রিপোর্টার : রাজধানীর ধানমন্ডির খেলার মাঠ দখল সংক্রান্ত মামলায় চারজন আদালতে আত্মসমর্পণ করেছেন এবং পরে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। মঙ্গলবার সকালে তারা আদালতে আত্মসমর্পণ করেন।

এরা হচ্ছেন স্থপতি মোবাশ্বের হোসেন, বেগম সালমা শফি, কামরুন নাহার ডানা ও ইকবাল হাবিব।ঢাকা মহানগর হাকিম এম এ সালামের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তাদের জামিন শুনানি দুপুর সোয়া ১২টায় শুনানি শেষে তারা জামিন পান।

ধানমন্ডি মাঠে স্থাপনা নির্মাণ বন্ধ ও সবার প্রবেশের অধিকার দাবিতে গত শুক্রবার আন্দোলনকারীরা মাঠে ঢুকে পড়েন। পরে ধানমন্ডি ক্লাব কর্তৃপক্ষ চারজনের নামসহ অজ্ঞাত ২০০ জনকে আসামি করে ‘অবৈধ প্রবেশের’ অভিযোগে মামলা করে।

এরপর গতকাল সোমবার নাগরিক সমাবেশে এই মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। সমাবেশের আয়োজন করে ৫০টি সংগঠন নিয়ে গঠিত ধানমন্ডি মাঠ রক্ষা আন্দোলন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ধানমন্ডি মাঠ অবরুদ্ধ করে মাঠের ফটকে পাহারাদার বসিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। আদালত এই মাঠ সবার জন্য উন্মুক্ত রাখার জন্য রাজউক ও সিটি করপোরেশনকে নির্দেশ দিয়েছেন। অথচ সরকারি প্রশাসন নির্বিকার। তাদের নীরবতা দখলদারদের সমর্থন দিচ্ছে।

(ওএস/এটি/এপ্রিল ২২, ২০১৪)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test