E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হল-মার্ক গ্রুপের বিরুদ্ধে সোনালী ব্যাংকের আরও এক মামলা

২০১৪ এপ্রিল ২৩ ১৩:০৩:১৫
হল-মার্ক গ্রুপের বিরুদ্ধে সোনালী ব্যাংকের আরও এক মামলা

স্টাফ রিপোর্টার : হল-মার্ক গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ওয়াল্ডমার্ট ফ্যাশন লিমিটেডের বিরুদ্ধে ২২৬ কোটি ২৩ লাখ ৪৬ হাজার ৭৬৭ টাকা ঋণখেলাপির অভিযোগে একটি মামলা মামলা দায়ের করেছে সোনালী ব্যাংক।

এই মামলায় হল-মার্ক এমডি তানভীর মাহমুদ ও চেয়ারম্যান জেসমিন ইসলামকেও আসামি করা হয়েছে।

বুধবার ঢাকার প্রথম অর্থঋণ আদালতের বিচারক মো. রবিউজ্জামানের আদালতে সোনালী ব্যাংকের হোটেল রূপসী বাংলা শাখার (সাবেক শেরাটন শাখা) এক্সিকিউটিভ অফিসার আবদুস সালাম এই মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১১ ফেব্রুয়ারি ২০১০ থেকে ৬ জুন ২০১১ পর্যন্ত এলসির মাধ্যমে গার্মেন্টেসের মেশিনারিজ ও এক্সেসরিজ ক্রয় করে ওয়াল্ডমার্ট ফ্যাশন লিমিটেড। এতে ২২৬ কোটি ২৩ লাখ ৪৬ হাজার ৭৬৭ টাকা ঋণখেলাপি হলে সোনালী মামলাটি দায়ের করে।

(ওএস/এইচআর/এপ্রিল ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test