E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আসামিপক্ষের শুনানি সমাপ্ত

কামারুজ্জামানের রাষ্ট্রপক্ষের আপিল শুনানি বুধবার

২০১৪ সেপ্টেম্বর ০৯ ১৪:৪৪:৫৯
কামারুজ্জামানের রাষ্ট্রপক্ষের আপিল শুনানি বুধবার

স্টাফ রিপোর্টার : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ট্রাইব্যুনাল-২ -এর রায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের আপিল মামলায় আসামিপক্ষের শুনানি শেষ হয়েছে। শুনানি শুরু করেছেন রাষ্ট্রপক্ষ। বুধবার পর্যন্ত রাষ্ট্রপক্ষের শুনানি মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার ১৪তম দিনের মতো শুনানি করে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন কামারুজ্জামানের আইনজীবী এসএম শাহজাহান। তিনি কামারুজ্জামানের বিরুদ্ধে ৭টি অভিযোগের মধ্যে সবগুলোর ওপরে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। এরপর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রাষ্ট্রপক্ষের শুনানি শুরু করেছেন।

বুধবার পর্যন্ত শুনানি মুলতবি করেছেন বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে ৪ সদস্যের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। অন্য তিন সদস্য হচ্ছেন বিচারপতি আব্দুল ওহাব মিয়া, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।

গত ৫ জুন শুরু হয়েছে এ আপিল শুনানি। প্রথমে আসামিপক্ষ শুনানি শুরু করেন। এর আগে শুনানি করেছেন কামারুজ্জামানের প্রধান আইনজীবী খন্দকার মাহাবুব হোসেন ও অ্যাডভোকেট নজরুল ইসলাম।

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন নিজে এ আপিল মামলার শুনানিতে না থেকে বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে ৪ সদস্যের পৃথক আপিল বেঞ্চ গঠন করে দিয়েছেন।

এর আগে ট্রাইব্যুনালের রায়ে দণ্ডপ্রাপ্ত অপর দুই জামায়াত নেতা সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিল মামলার শুনানি শেষ হয়েছে প্রধান বিচারপতি মো. মোজ্জাম্মেল হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চে। কাদের মোল্লার আপিল শুনানির চূড়ান্ত রায়ে ট্রাইব্যুনালের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বাড়িয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আপিল বিভাগ। গত বছরের ১২ ডিসেম্বর কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়ে সে রায় কার্যকর করা হয়েছে।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test