E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গায়েবি মামলা : রাজারবাগের পীর-মুরিদদের অনুসন্ধানে রিট

২০২১ সেপ্টেম্বর ১৬ ১৪:৪৬:১৫
গায়েবি মামলা : রাজারবাগের পীর-মুরিদদের অনুসন্ধানে রিট

স্টাফ রিপোর্টার : ভুয়া মামলার সিন্ডিকেট খুঁজতে রাজারবাগ পীর সাহেব ও তার লালিত চক্র (মুরিদদের) কর্তৃক দেশব্যাপী দায়েরকৃত গায়েবি মামলার অনুসন্ধানে রিট দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সাত বছরের শিশু, ভুক্তভোগী নারী, মুক্তিযোদ্ধা সন্তান, মাদরাসার শিক্ষক, ব্যবসায়ীসহ আটজন ভুক্তভোগীর পক্ষে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির।

আবেদনে রাজারবাগ পীর ও তার চক্র দ্বারা দেশব্যাপী ভুক্তভোগীদের বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর, মানহানিকর মামলা দায়েরের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে না মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।

রিটে রুল জারি করা হলে সেই রুল চলমান অবস্থায় অন্তর্বর্তীকালীন তিনটি নির্দেশনারও আর্জি জানানো হয়।

প্রথমত দরবারের মালিকানায় সকল স্থাবর-অস্থাবর সম্পদের বিবরণ, লভ্যাংশ ও ব্যংক হিসাবের তদন্ত রিপোর্ট আদালতে দাখিল করা।

রিটে উল্লিখিত সব মামলার অনুসন্ধান এবং বাদী ও তার মামলা দায়েরের উদ্দেশ্য সম্পর্কিত তথ্য তদন্তপূর্বক আদালতে দাখিল করতে হবে। রিট আবেদনকারী ও তাদের পরিবারের সকল সদস্যের নিরাপত্তা প্রদানের আর্জি জানানো হয়েছে।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১৬, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test