E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় শিশু অপহরণের অভিযোগে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

২০১৪ অক্টোবর ০১ ১৭:৪৬:৫৩
সাতক্ষীরায় শিশু অপহরণের অভিযোগে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

সাতক্ষীরা প্রতিনিধি : মুক্তিপণের দাবিতে এক শিশুকে অপহরণের অভিযোগে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ শাহেনুর বুধবার এক জনাকীর্ণ আদালতে এ রায় পড়ে শোনান।

সাজাপ্রাপ্ত আসামী হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ধানখালি গ্রামের ভবতোষ হালদারের ছেলে বাসুদেব হালদার (৩০)।

মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ২২ মে দুপুর সাড়ে ১২টার দিকে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের ধানখালি গ্রাম থেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয় ওই গ্রামের দীনবন্ধু হালদারের ছেলে ভিক্টর হালদারকে (১০)। এ ঘটনায় অপহৃতের বাবা দীনবন্ধু হালদার বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৮/৩০ ধারায় কারো নাম উল্লেখ না করে একটি মামলা (নাঃ শিশু ১৯৬/২০০৫)দায়ের করেন। এ ঘটনায় শ্যামনগর থানার উপপরিদর্শক স্বপন সাহা একই গ্রামের বাসুদেব হালদারের নাম উল্লেখ করে ওই বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত মামলাটির পূনরায় তদন্তের জন্য গোয়েন্দা অপরাধ ও তদন্ত (সিআইডি) শাখায় ন্যস্ত করে।

সাতক্ষীরার গোয়েন্দা অপরাধ ও তদন্ত শাখার পুলিশ উপপরিদর্শক ২০০৭ সালের ২১ সেপ্টেম্বর বাসুদেব হালদার, আবু বক্কর সরদার ও কৃষ্ণপদ হালদারের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ১১ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করে। তদন্তকালে ও মামলার শেষ পর্যন্ত ভিকটিম ভিক্টর হালদারকে উদ্ধার করা সম্ভব হয়নি।

মামলার নথি ও সাক্ষীদের জবানবন্দি পর্যালোচনা শেষে আসামী বাসুদেব হালদারের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তাকে উপরোক্ত কারাদন্ডাদেশ দেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় আবু বক্কর সরদার ও কৃষ্ণপদ হালদারকে বেকসুর খালাস দেওয়া হয়। সাজাপ্রাপ্ত আসামী পলাতক রয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পিপি অ্যাড. জহুরুল হায়দার বাবু। আসামী পক্ষে ছিলেন অ্যাড. মিজানুর রহমান বাপ্পি।

(আরকে/অ/অক্টোবর ০১, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test