E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অধস্তন আদালতের ১১২ বিচারকের পদোন্নতি

২০২২ সেপ্টেম্বর ২৫ ১৭:৩৮:৪৩
অধস্তন আদালতের ১১২ বিচারকের পদোন্নতি

স্টাফ রিপোর্টার : অধস্তন আদালতের ১১২ জন বিচারককে পদোন্নতি দেওয়া হয়েছে। যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার এই বিচারকেরা অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেয়েছেন।

রাষ্ট্রপতির নির্দেশক্রমে আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের (বিচার শাখা-১) সিনিয়র সহকারী সচিব মোর্শেদ আল মামুন ভুঁইয়ার সই করা প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জুডিসিয়াল সার্ভিসে কর্মরত এসব বিচার বিভাগীয় কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি পাওয়া বিচারকেরা এখন থেকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬ অনুযায়ী দ্বিতীয় গ্রেডে বেতন পাবেন।

একই সঙ্গে পদোন্নতিপ্রাপ্ত বিচারকদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বদলি করা হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর তাদের বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে অবিলম্বে যোগ দিতে বলা হয়েছে। তবে যারা ছুটি কিংবা প্রশিক্ষণে আছেন তারা প্রশিক্ষণ/ছুটি শেষে বদলির কর্মস্থলে যোগ দেবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৫, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test