E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চট্টগ্রাম আদালত উড়িয়ে দেয়ার হুমকি

২০১৪ অক্টোবর ১৪ ১৩:৫১:০৬
চট্টগ্রাম আদালত উড়িয়ে দেয়ার হুমকি

চট্রগ্রাম প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) চট্টগ্রাম আদালতে বোমা হামলা করার এক উড়ো হুমকি দিয়েছে। এ হুমকিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে আদালত পাড়ায়।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন বলেন, ‘মঙ্গলবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম আদালতের অ্যাডভোকেট মানস চৌধুরী নামের এক আইনজীবীকে ফোন করে বোমা হামলায় আদালত ভবন উড়িয়ে দেয়ার হুমকি দেন জেএমবির সদস্য পরিচয়ে অজ্ঞাত এক ব্যক্তি। বিষয়টি তাৎক্ষণিক তিনি পুলিশকে জানালে তা তদন্তে পুলিশ কাজ শুরু করে। বিষয়টি আদৌ সত্যি কি-না তা যাচাই বাছাই করা হচ্ছে।’

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, ‘জেএমবি পরিচয়ে বোমা হামলার হুমকি পাওয়ার পর সকাল থেকে চট্টগ্রাম আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আদালত এলাকায় প্রায় ১শ অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। প্রবেশ পথে আইনজীবী, বিচারপ্রার্থীসহ সকলকে তল্লাশি করে ঢুকতে দেয়া হচ্ছে।’

(ওএস/অ/অক্টোবর ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test