E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মির্জা ফখরুলদের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৪ জানুয়ারি

২০১৪ অক্টোবর ১৫ ১১:২২:৫০
মির্জা ফখরুলদের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৪ জানুয়ারি

স্টাফ রিপোর্টার : গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলসহ ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ১৪ জানুয়ারি ধার্য করেছেন আদালত।

ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন বুধবার এ দিন ধার্য করেন।

রাজনৈতিক কর্মসূচি থাকায় মির্জা ফখরুল বুধবার আদালতে হাজির হতে পারেননি। আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ তার সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে ওই দিন ধার্য করেন। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়সহ ৩৫ নেতাকর্মী আদালতে উপস্থিত ছিলেন।

অভিযোগপত্রে বলা হয়, গত বছরের ২ মার্চ বিকেল ৩টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও মগবাজার পর্যন্ত মিছিলের কর্মসূচি ছিল। মিছিলে যাওয়ার পথে বেইলি রোডের সোনালী ব্যাংক ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের এক হাজারেরও বেশি নেতাকর্মী মানুষ ও পুলিশ হত্যার উদ্দেশ্যে অস্ত্র-শস্ত্র, ইট-পাটকেল লাঠি-সোঠা, লোহার রড নিয়ে রাস্তায় চলাচলরত যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

এ ঘটনায় রমনা থানার উপ-পরিদর্শক মো. আলী হোসেন বাদী হয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলাটি করেন। ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার দাশ ৪ আগস্ট ২০১৪ তারিখে অভিযোগপত্র আদালতে জমা দেন।

অভিযোগপত্রে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, আব্দুল্লাহ আল নোমান, মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নীরব, হাবিব-উন নবী খান সোহেল, বরকত উল্লাহ বুলুসহ ৪১ জনের নাম রয়েছে।

(ওএস/এইচআর/অক্টোবর ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test